BRA vs SRB Live Score: সার্বিয়ার সলিড রক্ষণ ভেঙে ২-০ গোলে জয় ব্রাজিলের

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Nov 25, 2022 | 2:43 AM

BRAZIL vs SERBIA, FIFA world Cup 2022 Live Score Updates: দেখুন ফিফা বিশ্বকাপ ২০২২, গ্রুপ জি-এর, ব্রাজিল বনাম সার্বিয়া (BRAZIL vs SERBIA) ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট।

BRA vs SRB Live Score: সার্বিয়ার সলিড রক্ষণ ভেঙে ২-০ গোলে জয় ব্রাজিলের
Image Credit source: OWN Photograph

Follow Us

লুসেইল : কাতার বিশ্বকাপ (Qatar World Cup 2022) অঘটনের! এখনও অবধি অপ্রত্যাশিত কিছু ঘটনা দেখেছে ফুটবল বিশ্ব। সৌদি আরবের কাছে হেরেছে আর্জেন্টিনা। এশীয় শক্তি জাপান হারিয়ে দিয়েছে জার্মানিকে। কানাডার বিরুদ্ধে কষ্টার্জিত জয় পেয়েছে বেলজিয়াম। সব মিলিয়ে তথাকথিত বড় দল-ছোট দলের অঙ্ক মেলানো যাচ্ছে না এ বারের বিশ্বকাপে (FIFA World CUP 2022)। পাঁচ বারের চ্যাম্পিয়ন ব্রাজিল বিশ্বকাপ অভিযান শুরু করল সার্বিয়ার (BRA vs SRB) বিরুদ্ধে। প্রথমার্ধে সার্বিয়ার রক্ষণ ভাঙতে ব্যর্থ ব্রাজিল। লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর আকর্ষণ ছিল নেইমারকে (NEYMAR) ঘিরে তাঁর মঞ্চে জোড়া গোলে ব্রাজিলের জয়ের নায়ক রিচার্লিসন। প্রথম গোলের ক্ষেত্রে অবদান রয়েছে নেইমারেরও। দ্বিতীয় গোলটি অবিশ্বাস্য। সাম্বা ঝলক এবং ক্য়ারাটে কিক দেখালেন রিচার্লিসন। কোনও অঘটন নয়, জয় দিয়েই বিশ্বকাপ অভিযান শুরু করল ব্রাজিল।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 25 Nov 2022 02:14 AM (IST)

    রেকর্ড অ্যালার্ট…

    বিশ্বকাপ অভিষেকেই জোড়া গোল রিচার্লিসনের। ২০১৪ সালে নেইমার জোড়া গোল করেছিলেন।

  • 25 Nov 2022 02:11 AM (IST)

    অ্যান্টনির স্বপ্নপূরণ

    নেইমারের সামান্য অস্বস্তি। দীর্ঘ সময় মাঠে বসে রইলেন। তাঁর পরিবর্তে তরুণ ফুটবলার অ্যান্টনি স্যান্টোসকে নামালেন তিতে।


  • 25 Nov 2022 02:09 AM (IST)

    জোড়া গোল, মাঠ ছাড়লেন রিচার্লিসনও

    জোড়া গোল করতেই তাঁকেও পরিবর্তন করলেন তিতে। পরের ম্যাচের জন্য ফ্রেশ রাখতে! পরিবর্তে নামলেন গ্য়াব্রিয়েল জেসুস।

  • 25 Nov 2022 02:08 AM (IST)

    গোল এবং ব্রাজিলের জোড়া পরিবর্তন..

    ম্যাচের ৭৩ মিনিটে দ্বিতীয় গোল ব্রাজিলের। এ বারও রিচার্লিসন। অবিশ্বাস্য গোল। বক্সের সামনে ভিনিসিয়াস জুনিয়রের স্কোয়ার পাস। অনবদ্য দক্ষতায় বল হাওয়ায় তুলে ক্যারাটে কিক রিচার্লিসনের। এরপরই জোড়া পরিবর্তন করেন ব্রাজিল কোচ তিতে। ভিনিসিয়াস ও পাকেতার পরিবর্তে ফ্রেড এবং রড্রিগো।

  • 25 Nov 2022 01:55 AM (IST)

    অবশেষে গোল…

    অ্যালেক্স স্যান্ড্রোর দূরপাল্লার শট, পোস্টে লেগে ফিরে আসে। অবশেষে ৬২ মিনিটে গোলের খাতা খুলল ব্রাজিল। বেশ কিছু পাস খেলে আক্রমণে ওঠে ব্রাজিলর। নেইমারের পাস ভিনিসিয়াসের দিকে। তাঁর শট আটকে দেন সার্বিয়া গোলরক্ষক। ফিরতি বলে শট রিচার্লিসনের। সার্বিয়ান রক্ষণ নেইমারের দিকেই বেশি নজর রেখেছিল। ডান দিকে রিচার্লিসন আনমার্কড।

  • 25 Nov 2022 01:35 AM (IST)

    পরিসংখ্যান…

    ব্রাজিল বনাম সার্বিয়া ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য। পরিসংখ্যান বলছে, বিশ্বকাপে ব্রাজিলের শেষ ১০টি গোল এসেছে দ্বিতীয়ার্ধে!

  • 25 Nov 2022 01:14 AM (IST)

    ভিনিসিয়াস…

    রিয়াল মাদ্রিদের হয়ে দারুণ ছন্দে রয়েছেন। ৪১ মিনিটে ক্যাসেমিরোর লম্বা পাস, বক্সের সামনে পেলেও কাজে লাগাতে পারলেন না ভিনিসিয়াস…

  • 25 Nov 2022 01:13 AM (IST)

    নেইমার…

    শেষ পাঁচ ম্যাচে পাঁচটি গোল করেছেন নেইমার। সবক’টিই পেনাল্টি থেকে! পেলের গোল সংখ্যা ছুঁতে নেইমারের প্রয়োজন আরও দুটি গোল…

  • 25 Nov 2022 01:08 AM (IST)

    অনবদ্য সুযোগ…

    ৩৫ মিনিটে অনবদ্য একটা গোলের মুভ। বক্সের মধ্যে বল পেয়েছিলেন রাফিনহা। শুধুমাত্র গোলকিপারকে পরাস্থ করতে হত। যদিও তাঁর শটে জোর ছিল না। সহজেই বল ধরে নিলেন সার্বিয়া গোলরক্ষক।

  • 25 Nov 2022 01:04 AM (IST)

    সার্বিয়ার রক্ষণে বারবার ধাক্কা…

    সার্বিয়ার অনবদ্য রক্ষণ। বারবার আটকে যাচ্ছেন নেইমাররা। ক্যাসেমিরোর দূরপাল্লার শট হোক কিংবা রাফিনহার চেষ্টা। এখনও অবধি সব চেষ্টাই ব্যর্থ…।

  • 25 Nov 2022 12:59 AM (IST)

    হলুদ গ্যালারির ধৈর্য কমছে…

    গোলের মরিয়া চেষ্টায় নেইমাররা। খেলাও তৈরি হচ্ছে। কিন্তু স্কোর লাইনে তার ছাপ পড়েনি। ব্রাজিল গ্যালারির আর্তি..গোল করুন নেইমাররা!

  • 25 Nov 2022 12:51 AM (IST)

    অপরাজিত…

    টানা ১৫ ম্যাচ অপরাজিত ব্রাজিল। কোপা আমেরিকা ফাইনালে শেষ হার। অন্য দিকে, সার্বিয়াও শেষ আধডজন ম্য়াচে অপরাজিত।

  • 25 Nov 2022 12:39 AM (IST)

    রেকর্ড অ্যালার্ট

    ব্রাজিলের হয়ে সবচেয়ে বেশি বয়সে বিশ্বকাপ খেলার নজির গড়লেন থিয়াগো সিলভা। তাঁর বয়স ৩৮।

     

  • 25 Nov 2022 12:34 AM (IST)

    হেক্সার প্রার্থনা…

  • 25 Nov 2022 12:13 AM (IST)

    অপেক্ষার প্রহর কমছে…

    লুসেইল স্টেডিয়ামে সাম্বার অপেক্ষায় ফুটবল বিশ্ব…

     

  • 25 Nov 2022 12:07 AM (IST)

    ব্রাজিলের টানে…

  • 24 Nov 2022 11:57 PM (IST)

    ব্রাজিল গ্যালারির কিছু ছবি…

    সাম্বা ঝলকের অপেক্ষায়…

  • 24 Nov 2022 11:42 PM (IST)

    সার্বিয়ার প্রথম একাদশ…

    এক নজরে সার্বিয়ার প্রথম একাদশ- ভাঞ্জা, পাভলোভিচ, ভেলকোভিচ, মিলেনোভিচ, আদেনোভিচ, গুডেলজ, লুকিচ, জিভকোভিচ, সার্গেজ, মিত্রোভিচ, তাদিচ।

     

  • 24 Nov 2022 11:37 PM (IST)

    ব্রাজিলের প্রথম একাদশ…

    এক নজরে নেইমারদের একাদশ- অ্যালিসন, দানিলো, মার্কুইনোস, থিয়াগো সিলভা, অ্যালেক্স স্যান্ড্রো, ক্যাসেমিরো, নেইমার, লুকাস পাকেতা, রাফিনহা, রিচার্লিসন, ভিনিসিয়াস জুনিয়র।

     

  • 24 Nov 2022 11:30 PM (IST)

    মেসি, রোনাল্ডোর পর এ বার নেইমার…

    TV9Bangla-র লাইভ ব্লগে স্বাগত। কিছুক্ষণ পরই শুরু ব্রাজিল বনাম সার্বিয়া ম্য়াচ। লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর এ বার নজরে নেইমার।