AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

BRA vs SRB FIFA WC Match Preview: সাম্বার অপেক্ষায় বিশ্ব ফুটবল, আতঙ্ক অঘটন

BRAZIL vs SERBIA FIFA world Cup 2022:প্রথম একাদশ কী হতে চলেছে তা অবশ্য খোলসা করেনি ব্রাজিল শিবির। বিশ্বকাপে প্রথম ম্যাচের আগে মূলত ক্লোজড ডোর অনুশীলনেই মন দিয়েছে ব্রাজিল। তবে ব্রাজিল সংবাদমাধ্যমের দাবি, শুরু থেকেই খেলানো হবে তরুণ ফুটবলার ভিনিসিয়াস জুনিয়রকে।

BRA vs SRB FIFA WC Match Preview: সাম্বার অপেক্ষায় বিশ্ব ফুটবল, আতঙ্ক অঘটন
Image Credit: twitter
| Edited By: | Updated on: Nov 24, 2022 | 9:00 AM
Share

লুসেইল : কাতার বিশ্বকাপ কোনও দলের সমর্থককেই স্বস্তি দিচ্ছে না। কেন! বেশ কিছু অঘটন, এর কারণ। লিওনেল মেসির আর্জেন্টিনা সৌদি আরবের বিরুদ্ধে এগিয়ে থেকেও হারবে, কেউ প্রত্যাশা করেছিল? কিংবা চার বারের চ্যাম্পিয়ন জার্মানির বিরুদ্ধে পিছিয়ে পড়েও জাপান জিতবে এমনটাই বা কে ভেবেছিল! কিংবা কোস্টারিকার বিরুদ্ধে স্পেন ৭ গোলে জিতবে সেটাই বা কারা প্রত্যাশা করেছিল! বিশেষত কোস্টারিকার গোলরক্ষক যেখানে কেলর নাভাস! কাতার বিশ্বকাপে ভাবনা, প্রত্যাশার বাইরেও অনেক কিছু হচ্ছে। সম্ভবত সেই কারণেই ব্রাজিলের একনিষ্ঠ সমর্থকরাও স্বস্তিতে থাকতে পারছেন না। সাম্বা ঝলকের অপেক্ষায় থাকলেও কোথাও এক চিলতে অস্বস্তি। নতুন কোনও অঘটন দেখা যাবে না তো! কাতার বিশ্বকাপে ব্রাজিলের প্রথম প্রতিপক্ষ সার্বিয়া। এই দেশকে নোভাক জকোভিচের জন্য বেশি চেনে অনেকেই। কিন্তু সামান্য হলেও ভয়। কী জানি কী হয়! সার্বিয়ার বিরুদ্ধে ব্রাজিলের প্রথম একাদশ, পরিকল্পনা কী হতে পারে! খোঁজ দিল TV9Bangla

ব্রাজিল মানেই জোগো বোনিতো। সুন্দর ফুটবল। কাতার বিশ্বকাপে এখনও অবধি মাঠে খুব বেশি বিতর্ক তৈরি হয়নি। অনবদ্য পারফরম্যান্সেই জিতেছে সৌদি আরব, জাপান, স্পেন। টেকনোলজি এর অন্যতম কারণ। যেখানে প্রশ্ন তোলার সুযোগ খুব কম ছিল। ব্রাজিল কি জোগো বোনিতো উপহার দিতে পারবে? প্রত্য়াশা তেমনই। লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মাঝে অনেকেই ভুলে যান নেইমারের কথা। কিংবা তরুণ ফুটবলার ভিনিসিয়াস জুনিয়র! কী পরিস্থিতি ব্রাজিল শিবিরের! কাতার পৌঁছনোর আগে প্রায় এক সপ্তাহের মতো ইতালির শহর তুরিনে প্রস্তুতি সেরেছে ব্রাজিল। তাদের প্রথম একাদশ কী হতে চলেছে তা অবশ্য খোলসা করেনি ব্রাজিল শিবির। বিশ্বকাপে প্রথম ম্যাচের আগে মূলত ক্লোজড ডোর অনুশীলনেই মন দিয়েছে ব্রাজিল। তবে ব্রাজিল সংবাদমাধ্যমের দাবি, শুরু থেকেই খেলানো হবে তরুণ ফুটবলার ভিনিসিয়াস জুনিয়রকে।

ব্রাজিল সংমাদমাধ্যমের দাবি, প্রথম একাদশ হতে পারে- অ্যালিসন বেকার, অ্যালেক্স স্যান্ড্রো, থিয়াগো সিলভা, মার্কুইনোস, দানিলো, ক্যাসেমিরো, লুকাস পাকেতা, রাফিনহা, ভিনিসিয়াস জুনিয়র, নেইমার এবং রিচার্সিলন। শেষ মহূর্তে কোনও পরিবর্তন না হলে, এই একাদশই নামাতে চলেছে ব্রাজিল। অর্থাৎ, দলের আর এক তারকা ফ্রেডকে রিজার্ভ বেঞ্চেই শুরু করতে হবে। সাংবাদিক সম্মেলনে ব্রাজিল কোচ তিতে অবশ্য প্রথম একাদশ নিয়ে কিছু খোলসা করেননি। তবে ম্যাচের আগের দু-দিন এই ফর্মেশন নিয়েই প্রস্তুতি সেরেছেন ব্রাজিল কোচ তিতে। সে কারণেই এমন সম্ভাবনার কথা বলা হচ্ছে। এই লাইন আপ খেলানো হলে একটা বিষয় পরিষ্কার, নেইমারকে ক্রিয়েটিভ ভূমিকায় দেখা যাবে। কখনও স্ট্রাইকার হিসেবে, কখনও বা মিডফিল্ডে। ফ্রি প্লেয়ার হিসেবেই দেখা যেতে পারে নেইমারকে। গত সেপ্টেম্বরে ঘানার বিরুদ্ধে কার্যত একই পরিকল্পনা সাজিয়েছিলেন তিতে। ঘানার বিরুদ্ধে ম্যাচে এডের মিলিতাও এবং অ্যালেক্স তেলেস প্রথম একাদশে ছিলেন। গত সেপ্টেম্বর থেকে ১৫ ম্যাচে অপরাজিত ব্রাজিল। তবে বেশিরভাগ ম্যাচেই প্রথম একাদশে ছিলেন ফ্রেড। এ বার ক্লাব ফুটবলে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে রিজার্ভবেঞ্চেই বেশিরভাগ সময় কাটাতে হয়েছে ফ্রেডকে। সম্ভবত সে কারণেই তাঁর উপর ভরসা করতে পারছেন না তিতে। ম্যাচের দু-দিন আগে রুদ্ধদ্বার অনুশীলন করেছে ব্রাজিল। ম্যাচের আগের দিন অল্প সময়ের জন্য সাংবাদিকদের প্রস্তুতি দেখার অনুমতি ছিল। সেখানে এই ফর্মেশনই দেখা গিয়েছে। সে কারণেই মনে করা হচ্ছে, ব্রাজিল এই একাদশে শুরু করতে চলেছে। ব্রাজিলের কোচ হিসেবে এটিই শেষ টুর্নামেন্ট তিতের। স্মরণীয় করে রাখতে মরিয়া ব্রাজিল কোচ।