BRA vs SUI Match Report: মরুর বুকে সাম্বা ছন্দ, ক্যাসেমিরোর নায়ক হওয়ার দিনে ইতিহাস ব্রাজিলের

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Nov 29, 2022 | 12:59 AM

Brazil vs Switzerland, 2022 FIFA World Cup: সোমবারের ব্রাজিল বনাম সুইৎজারল্যান্ড ম্যাচে ব্রাজিলের তিনটি মনোস্কামনাই পূর্ণ হল। প্রথম ম্যাচের নায়ক ছিলেন রিচার্লিসন। নেইমারের অনুপস্থিতির দিনে এদিনের ম্যাচের নায়ক বনে গেলেন ডিফেন্সিভ মিডফিল্ডার ক্যাসেমিরো।

BRA vs SUI Match Report: মরুর বুকে সাম্বা ছন্দ, ক্যাসেমিরোর নায়ক হওয়ার দিনে ইতিহাস ব্রাজিলের
Image Credit source: Twitter

Follow Us

দোহা: স্টেডিয়াম ৯৭৪-এ বেশ কয়েকটি নজিরের সামনে দাঁড়িয়েছিল ব্রাজিল। প্রথমটি হল, বিশ্বকাপের মঞ্চে প্রথমবার সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে জয়ের সুযোগ। দ্বিতীয়ত, বিশ্বকাপের গ্রুপ পর্বে টানা ১৭ ম্যাচ জিতে ইতিহাস গড়ার সুযোগ। একইসঙ্গে ফ্রান্সের পর দ্বিতীয় দল হিসেবে শেষ ষোলো নিশ্চিত করা। সোমবারের ব্রাজিল বনাম সুইৎজারল্যান্ড ম্যাচে ব্রাজিলের তিনটি মনোস্কামনাই পূর্ণ হল। প্রথম ম্যাচের নায়ক ছিলেন রিচার্লিসন। নেইমারের অনুপস্থিতির দিনে এদিনের ম্যাচের নায়ক বনে গেলেন ডিফেন্সিভ মিডফিল্ডার ক্যাসেমিরো। যাঁকে বলা হয় ব্রাজিলের অদৃশ্য মানব। ম্যাচটি ১-০ জিতে শেষ ষোলোর ঘরে পা রেখেছে তিতের দল। অন্যদিকে বিশ্বকাপের গ্রুপ পর্বে টানা ১৭টি ম্যাচ জিতে অনন্য নজির লাতিন আমেরিকার ফুটবল সর্বস্ব দেশটির। ম্যাচের পুরো রিপোর্ট পড়ে নিন TV9 Bangla-র এই প্রতিবেদনে।

প্রথমার্ধ গোলশূন্য। দ্বিতীয়ার্ধের বেশ কিছুক্ষণ কেটে গেলেও গোলের দেখা নেই। সুইৎজারল্যান্ডের রক্ষণে ফাটল ধরাতে বারবার ব্যর্থ হচ্ছিলেন রিচার্লিসন, ভিনিশিয়াসরা। প্রথমার্ধে একের পর এক আক্রমণেও কাজ হয়নি। হা পিত্যেশ করে বসে থাকা আপামর ব্রাজিল সমর্থকদের কয়েক সেকেন্ডের জন্য উজ্জ্বীবিত করে তোলেন ভিনিশিয়াস জুনিয়র। ৬৪ মিনিটে সুইৎজারল্যান্ডের জালে বল জড়ান ভিনি। ক্যাসেমিরোর বাড়ানো বল ধরে সুইৎজারল্যান্ডের বক্সে ঢুকে গোলরক্ষক সোমারের পাশ দিয়ে জালে জড়িয়ে দেন ভিনিশিয়াস। গোলের উদযাপনও সারা হয়ে যায়। যদিও আনন্দ স্থায়ী হয়নি। ভিএআর দেখে রেফারি গোল বাতিল করে দেন। দেখা যায়, ভিনিশিয়াস যখন গোলটি করেন তখন অফসাইডে ছিলেন গত ম্যাচে অসাধারণ গোল করা রিচার্লিসন। অফসাইডের নিয়মের মধ্যে পড়ে গিয়ে গোল বাতিল হয়ে যায়। না হলে ম্যাচটি ২-০ গোলে জিততে পারত ব্রাজিল।

গোল বাতিল হওয়ায় ভেঙে পড়েনি ব্রাজিল। বরং আক্রমণের ধার বাড়ায় তারা। ম্যাচের ৮৩ মিনিটে আসে কাঙ্খিত গোল। রড্রিগোর পাস থেকে দারুণ হাফ ভলিতে বল সুইসদের জালে জড়ান ব্রাজিলের মাঝমাঠের নেতা ক্যাসেমিরো। ক্যামেরা ঘুরে যায় গ্যালারিতে বসে থাকা রবার্তো কার্লোসের দিকে। আপামর ব্রাজিল সমর্থকদের স্বস্তি এনে দেন। রেফারির শেষ বাঁশি বাজানো পর্যন্ত স্কোরলাইন রইল ১-০। ২ পয়েন্ট নিয়ে গ্রুপ জি-র শীর্ষে ব্রাজিল। শেষ ষোলো নিশ্চিত তাঁদের।

Next Article