FIFA World Cup 2022 News: বিশ্বকাপ খেলতে ১৯ নভেম্বর কাতারে পৌঁছবে ব্রাজিল দল

Qatar: কাতার বিশ্বকাপের গ্রুপ-জিতে রয়েছে ব্রাজিল। সেই গ্রুপে ব্রাজিল ছাড়াও রয়েছে সার্বিয়া, সুইজারল্যান্ড এবং ক্য়ামেরুন।

FIFA World Cup 2022 News: বিশ্বকাপ খেলতে ১৯ নভেম্বর কাতারে পৌঁছবে ব্রাজিল দল

| Edited By: অংশুমান গোস্বামী

Nov 11, 2022 | 3:10 PM

দোহা: কাতার বিশ্বকাপ শুরু হতে বাকি আর মাত্র ৯ দিন। ইতিমধ্য়েই অনেক দলই তাদের চূড়ান্ত ফুটবলারদের নাম ঘোষণা করে দিয়েছেন। আর কয়েক দিনের মধ্যেই বিশ্বকাপে অংশগ্রহণকারী দলগুলি পৌঁছে যাবে কাতারে। বিশ্বকাপের শিডিউল ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। যার যবে থেকে খেলা শুরু সেই মতো দলগুলি যাবে কাতারে। ব্রাজিল এ বার বিশ্বকাপ জয়ের অন্যতম দাবিদার। তিতের তত্ত্বাবধানে কাতারে খেতাব জয়ের লড়াইয়ে নামবেন নেইমার, কাসেমিরো, থিয়াগো সিলভারা। ব্রাজিল দল কবে কাতারে পৌঁছবে, তা নিয়ে আগ্রহ তৈরি হয়েছে ব্রাজিল সমর্থকদের মধ্যে। সেই খবর দিচ্ছে TV9 Bangla।

কাতার বিশ্বকাপের গ্রুপ-জিতে রয়েছে ব্রাজিল। সেই গ্রুপে ব্রাজিল ছাড়াও রয়েছে সার্বিয়া, সুইজারল্যান্ড এবং ক্য়ামেরুন। ব্রাজিলের প্রথম ম্যাচ সার্বিয়ার বিরুদ্ধে। ২৪ নভেম্বর লুসেল স্টেডিয়ামে। সুইজারল্য়ান্ডের বিরুদ্ধে ২৮ নভেম্বর এবং ক্যামেরুনের বিরুদ্ধে ২ ডিসেম্বর খেলবে তিতের দল। এর জন্য ব্রাজিল কাতারে পৌঁছবে ১৯ নভেম্বর। ১৯ নভেম্বর কাতারের স্থানীয় সময় রাত সাড়ে ১০টা নাগাদ দোহায় পৌছবে ব্রাজিল দল। ব্রাজিলের পাশাপাশি সে দিন দোহায় পৌঁছবে ক্যামেরুন এবং সার্বিয়াও। কাতারের স্থানীয় সময় বিকাল সাড়ে পাঁচটা পৌঁছবে ক্যামেরুন। তার আধ ঘণ্টা পরই পৌঁছে যাবে সার্বিয়া। সুইজারল্যান্ড অবশ্য ১৪ নভেম্বরই পৌঁছে যাবে দোহায়। লাতিন আমেরিকার অপর দল উরুগুয়ে ১৯ নভেম্বরই যাবে কাতারে।

বিশ্বকাপে অংশগ্রহনকারী দলগুলির মধ্যে প্রথম কাতারে পৌঁছবে জাপান। বিশ্বকাপ শুরু হওয়ার ১০ দিন আগেই মধ্যপ্রাচ্যের এই দেশে পা রাখবেন জাপানি ফুটবলাররা। অধিকাংশ দলই যাবে ১৪ থেকে ১৮ নভেম্বরের মধ্যে। ফ্রান্স এবং আর্জেন্টিনা দুই দলই ১৬ নভেম্বর কাতারে পৌঁছবে। তার পরের দিন যাবে স্পেন এবং জার্মানি। ইউরোপের এই দুই দেশই রয়েছে একই গ্রুপে।