ওকোরোকে মনে পড়াচ্ছেন ব্রাইট
ব্রাইটকে প্রথমদিন দেখেই মুগ্ধ কোচ রবি ফাউলার। অভিষেকেই এমন দুর্দান্ত ফুটবল তিনি এর আগে কখনও দেখেননি।
TV9 বাংলা ডিজিটাল: অভিষেকেই নজর কেড়েছেন লাল-হলুদের নাইজেরিয়ান স্ট্রাইকার ব্রাইট এনোবাখারে (Bright Enobakhare)। পরিবর্ত হিসাবে নেমে গোলও পেয়েছেন। তিনি যে লম্বা রেসের ঘোড়া, তা প্রথম দিনই বুঝিয়ে দিয়েছেন উইগান,উলফসের মত ক্লাবে খেলে আসা ব্রাইট। কোচ রবি ফাউলার পর্যন্ত বলেছেন, তাঁর দেখা অন্যতম সেরা অভিষেক।
ব্রাইটে মুগ্ধ লাল-হলুদের প্রাক্তন তারকা দেবজিৎ ঘোষও। রবিবার ওড়িশার বিরুদ্ধে অল্প সময়ে ব্রাইটকে দেখে দেবজিৎ বলছেন, “খুব তাড়াতাড়ি হলেও বলতে হচ্ছে, ব্রাইটকে দেখে মাইক ওকোরোর কথা মনে পড়ছিল। ঠিক ওই রকম স্ট্রাইকার। সময় পেলে আরও ভালো খেলবে।”
স্ট্রাইকার সমস্যা মেটাতে জানুয়ারি উইন্ডোয় ব্রাইটকে সই করিয়েছে লাল-হলুদ। ব্রাইট আসায় লাল-হলুদ আক্রমণভাগের ঝাঁঝ আরও বাড়বে বলেই দাবি দেবজিতের। তবে প্রাক্তন জাতীয় ডিফেন্ডার মনে করেন, “ব্রাইট বক্স স্ট্রাইকার নয়। ১০ নম্বর পজিশনে খেলতে পছন্দ করে। মাঠ জুড়েই খেলতে ভালোবাসে ও।”
আরও পড়ুন:ডাইভিং হেডে গোল স্ত্রী নাজিয়াকে উপহার কৃষ্ণার
আইএসএলে প্রথম জয় পেলেও ডিফেন্সের রোগ এখনও সারাতে পারেননি ফাউলার। ওড়িশার বিরুদ্ধে বেশ কয়েকটা দুরন্ত সেভ করেছেন দেবজিৎ মজুমদার। তিন-চারটে বল পোস্টেও লাগে। বুধবার এফসি গোয়া ম্যাচ। দুরন্ত ছন্দে ইগর অ্যাঙ্গুলো। তাই বলাই যায়, কঠিন চ্যালেঞ্জ ড্যানি ফক্স-স্কট নেভিলেদের সামনে।