কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনে প্রথম ম্যাচে বিশালে জয় পেয়েছিল মহমেডান স্পোর্টিং। মরসুমের দ্বিতীয় ম্যাচে কঠিন চ্যালেঞ্জের সামনে সাদা-কালো ব্রিগেড। তবে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট তাদের ঝুলিতে। প্রথম ম্যাচে জোড়া হ্যাটট্রিক হয়েছিল। ডেভিড এবং ব্যারেটো হ্যাটট্রিক করেছিলেন। দ্বিতীয় ম্যাচে মূল্যবান তিন পয়েন্ট এল ডেভিডের সৌজন্যে। ইউনাইটেড স্পোর্টসকে ১-০ গোলে হারাল মহমেডান। ম্যাচের একমাত্র গোলটি ডেভিডের। বিস্তারিত রইল TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
ঘরের মাঠে ইউনাইটেড স্পোর্টেসের বিরুদ্ধে নেমেছিল মহমেডান স্পোর্টিং। প্রথম ম্যাচে গোলের বন্যা হলেও এই ম্যাচে হা-পিত্যেশ করতে হল। অবশেষে গোলের দেখা ৭৮ মিনিটে। ডেভিডের গোলটিই শেষ অবধি নির্ণায়ক হয়ে দাঁড়াল। গত ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন। লিগে দু-ম্যাচে চার গোল হয়ে গেল ডেভিডের।
বিধাননগর স্পোর্টস কমপ্লেক্সের মাঠে এফসিআইয়ের বিরুদ্ধে নেমেছিল ডায়মন্ডহারবার এফসি। প্রথমার্ধেই ২-০ ব্যবধানে এগিয়ে যায় ডায়মন্ডহারবার। শেষ অবধি স্কোরলাইন ৪-০। জোড়া গোল করেন রাহুল পাসওয়ান। ম্যাচের ২৮ মিনিটে ডায়মন্ডহারবারকে এগিয়ে দেন হিমাংশু পাটিল। কয়েক মিনিটের ব্যবধানেই ২-০ করেন রাহুল। ম্যাচের ৫৯ মিনিটে ফের গোল রাহুল পাসওয়ানের। ৮১ মিনিটে ডায়মন্ডহারবারের পক্ষে স্কোরলাইন ৪-০ করেন অয়ন মণ্ডল।
লিগের অন্য ম্যাচে পাঠচক্রকে ৩-১ ব্যবধানে হারায় কালীঘাট মিলন সঙ্ঘ। তাদের হয়ে জোড়া গোল সাকিরুল আলির। কালীঘাট মিলন সঙ্ঘের তৃতীয় গোলটি করেন কৌস্তভ দত্ত। পাঠচক্রের হয়ে একমাত্র গোল সাহিল হরিজনের।