অপেক্ষা মাত্র এক দিনের। আগামী কাল শুরু হচ্ছে কলকাতা লিগ। তার আগে ফুটবলপ্রেমীদের জন্য সুখবর। বাংলার ফুটবলপ্রেমীদের জন্য নতুন অফার। ঘরে বসে মাত্র ১ টাকায় কলকাতা লিগ দেখার সুযোগ। কলকাতা লিগ সম্প্রচারের জন্য একটি বিদেশি সংস্থার সঙ্গে চুক্তি করল আইএফএ। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
এতদিন স্থানীয় কোনও সংস্থাই কলকাতা লিগ সম্প্রচারের দায়িত্বে থাকত। এ বার ঘরোয়া লিগ সম্প্রচারের দায়িত্ব নিল একটি বিদেশি সংস্থা। টেলিভিশনে নয়, কলকাতা লিগ এ বার দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্মে। ইনস্পোর্টস ডট টিভি নামের এক ওটিটি প্ল্যাটফর্মে সম্প্রচারিত হবে কলকাতা লিগের ম্যাচ।
কলকাতা লিগের ১৯৯টা ম্যাচই দেখা যাবে এই ওটিটি প্ল্যাটফর্মে। তার জন্য খরচ করতে হবে ১৯৯ টাকা। অর্থাৎ ম্যাচ পিছু ১ টাকা খরচ করলেই কলকাতা লিগ দেখার সুযোগ থাকছে ফুটবলপ্রেমীদের কাছে। সব ম্যাচ দেখার জন্য ১৯৯ টাকা দিয়ে সাবস্ক্রিপশন ফি দিতে হবে। এ ছাড়া আলাদা প্যাকেজও থাকছে।
তিন প্রধানের ম্যাচ দেখার জন্য রয়েছে আলাদা সাবস্ক্রিপশন ফি। ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহমেডানের সব ম্যাচ দেখার জন্য খরচ করতে হবে ১৫০ টাকা। শুধুমাত্র কোনও এক প্রধানের প্রতি ম্যাচ দেখার জন্য খরচ করতে হবে ১০ টাকা। আর যদি দুই প্রধান মুখোমুখি হয়, সেক্ষেত্রে ২০ টাকা খরচ করলেই দেখা যাবে সেই ম্যাচ।
কলকাতা লিগের সমস্ত বাণিজ্যিক স্বত্বই থাকছে এই সংস্থার কাছে। তার জন্য আইএফএকে নির্দিষ্ট পরিমাণ অর্থও দিচ্ছে এই সংস্থা। লিগ থেকে অর্জিত সমস্ত টাকাই যাবে এই সংস্থার ভাণ্ডারে।
রবিবার থেকে শুরু কলকাতা লিগ। এ বার লিগের উদ্বোধনে জমকালো আয়োজনের ব্যবস্থা করা হয়েছে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব ডায়মন্ডহারবার এফসি আর সাদার্ন সমিতি। ম্যাচের আগে বিশেষ আকর্ষণ লেজার শো। এছাড়া থাকছে বিশেষ ডান্স শো।