Kolkata Derby Updates: ফুলটাইম, কলকাতা লিগের ডার্বিতে ২-১ ব্যবধানে জিতল ইস্টবেঙ্গল

East Bengal vs Mohun Bagan, CFL 2024: কলকাতা লিগে যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি ইস্টবেঙ্গল ও মোহনবাগান। শুরু থেকেই দু-দলের সতর্ক ফুটবল। এ বার ইস্টবেঙ্গলে ফিরেছেন বাঙালি গোলকিপার দেবজিৎ মজুমদার। কলকাতা ডার্বিতে খেলছেন তিনি। এই ম্যাচটি দেবজিতের কাছে ইন্ডিয়ান সুপার লিগের প্রস্তুতিও বলা যায়।

Kolkata Derby Updates: ফুলটাইম, কলকাতা লিগের ডার্বিতে ২-১ ব্যবধানে জিতল ইস্টবেঙ্গল
Image Credit source: EAST BENGAL
Follow Us:
| Edited By: | Updated on: Jul 13, 2024 | 5:44 PM

কলকাতা লিগে যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি ইস্টবেঙ্গল ও মোহনবাগান। শুরু থেকেই দু-দলের সতর্ক ফুটবল। এ বার ইস্টবেঙ্গলে ফিরেছেন বাঙালি গোলকিপার দেবজিৎ মজুমদার। কলকাতা ডার্বিতে খেলছেন তিনি। এই ম্যাচটি দেবজিতের কাছে ইন্ডিয়ান সুপার লিগের প্রস্তুতিও বলা যায়। তেমনই মোহনবাগান খেলাচ্ছে গ্লেন মার্টিন্সের মতো সিনিয়র প্লেয়ারকে। দু-দলই এমন কয়েকজনকে খেলাচ্ছে, যাঁদের আইএসএলে দেখা যাবে। তবে সিনিয়রদের মাঝে নজর কাড়লেন তরুণরাই। ২-০ গোলে এগিয়ে গিয়েছিল ইস্টবেঙ্গল। অ্যাডেড টাইমে গোল শোধ সুহেল ভাটের। জাস্টিন রেড কার্ড দেখায় শেষ দিকে ১০ জনে খেলেছে ইস্টবেঙ্গল। কলকাতা লিগের ডার্বি শেষ অবধি ২-১ ব্যবধানে জিতল লাল-হলুদই। ম্যাচে কী কী হল, রইল তার আপডেট।

রইল ম্যাচের বিশেষ আপডেট

  1. ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান মানেই হাইভোল্টেজ ম্যাচ। সে কারণে রেফারিরও গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। ফিফা রেফারি প্রাঞ্জল বন্দ্যোপাধ্যায় ম্যাচ পরিচালনা করছেন।
  2. শুরু থেকে ইস্টবেঙ্গলের আক্রমণ বেশি। যদিও কোনও গোল হয়নি। ৩৫ মিনিট অবধি গোলশূন্যই ম্যাচ।
  3. প্রথমার্থে ১টি হলুদ কার্ড, বেশ কিছু কর্নার। সেই অর্থে গোলমুখী কোনও শট নেই। দু-দলই সেফ খেলার চেষ্টা করেছে। ৪ মিনিট অ্যাডেড টাইম দেওয়া হয়। গোলশূন্য স্কোর লাইনেই বিরতিতে দু-দল।
  4. দ্বিতীয়ার্ধের শুরুতে (৪৭ মিনিট) দুর্দান্ত সুযোগ পেয়েছিল ইস্টবেঙ্গল। কিন্তু সুযোগ কাজে লাগাতে ব্যর্থ। সিকে অমন দুর্দান্ত জায়গায় বল পেয়েছিলেন। স্নায়ুর চাপ ধরে রাখা প্রয়োজন ছিল। সেখানেই হয়তো ভুল করলেন। বক্সের মধ্য থেকে বল মারলেন ক্রস বারের উপরে।
  5. ৫১ মিনিটে এগিয়ে গেল ইস্টবেঙ্গল। সিনিয়র টিমে খেলার অভিজ্ঞতা রয়েছে বিষ্ণুর। বল পেয়ে ঠান্ডা মাথায় এগলেন বিষ্ণু। প্রতিপক্ষ ডিফেন্সকে কাটিয়ে জায়গা তৈরি করেন। এরপরই শট। ব্যক্তিগত নৈপুণ্যেই গোল বলা যায়।
  6. পরিবর্ত হিসেবে নেমেছিলেন জেসিন টিকে। মোহনবাগান গোলরক্ষক বাঁ দিকে নিজের ডিফেন্ডারকে পাস করেছিলেন। কিন্তু ফার্স্ট টাচ খুব খারাপ। সিকে অমন বল কেড়ে নেন। দুর্দান্ত পাস বাড়ান। সুপার সাব জেসিন টিকের গোলে ২-০ এগিয়ে গিয়েছে ইস্টবেঙ্গল।
  7. ৭৬ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড তথা রেড কার্ড দেখে মাঠ ছাড়লেন ইস্টবেঙ্গলের জাস্টিন। আক্রমণ থামিয়ে কার্ড দেখানো কতটা যুক্তিযুক্ত, এই নিয়ে প্রশ্ন রেফারি প্রাঞ্জলকে ঘিরে। ইস্টবেঙ্গল এখন ১০ জনে খেলছে।
  8. অ্যাডেড টাইমে এক গোল শোধ। সুহেল ভাটের গোল। ১০ জনের টাইটসনের সেন্টার, হেডে গোল সুহেলের। দেবজিতের মতো গোলকিপারও আটকাতে ব্যর্থ। ২-১ এগিয়ে ইস্টবেঙ্গল। এটিই ম্যাচের ফল।