India vs Cambodia: জাতীয় পতাকার অবমাননা, অব্যবস্থার শিকার, মাঠে নামার আগেই টিম তুলে নেওয়ার হুমকি দিয়েছিল কম্বোডিয়া

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jun 08, 2022 | 7:15 PM

কী ঘটেছে আসলে? কলকাতা পা দেওয়ার পর থেকেই হোটেল থেকে শুরু করে খাবার, যাতায়ত, ট্রেনিং নিয়ে বিস্তর ক্ষোভ তৈরি হয়েছে কম্বোডিয়া ফুটবল টিমে।

India vs Cambodia: জাতীয় পতাকার অবমাননা, অব্যবস্থার শিকার, মাঠে নামার আগেই টিম তুলে নেওয়ার হুমকি দিয়েছিল কম্বোডিয়া
জাতীয় পতাকার অবমাননা, অব্যবস্থার শিকার, মাঠে নামার আগেই টিম তুলে নেওয়ার হুমকি দিয়েছিল কম্বোডিয়া
Image Credit source: Twitter

Follow Us

কলকাতা: এশিয়ান কাপের যোগ্যতা নির্ণায়ক ম্যাচে নামার আগে তুমুল অশান্তি। কম্বোডিয়া (Cambodia) ফুটবল ফেডারেশন এএফসি এশিয়ান কাপের (AFC Asian Cup) কোয়ালিফাইং রাউন্ড থেকে টিম তুলে নেওয়ার হুমকি দিল। পরিস্থিতি এতটাই জটিল হয়ে ওঠে যে, এএফসির তরফে চিঠি পাঠিয়ে শান্ত করার চেষ্টা করা হয় কম্বোডিয়াকে। তাতে কতটা নরম হয়েছে কম্বোডিয়ার ফুটবল কর্তারা, তা এখনও জানা যায়নি। ভারতের বিরুদ্ধে ম্যাচ শুরুর ঘণ্টা পাঁচেক আগে অব্যবস্থার অভিযোগ তোলে ওই দেশের ফুটবল টিম। জাতীয় পতাকার রং পাল্টে গিয়েছে, টিমের দেখভালের দায়িত্ব পালনে অক্ষমতা, খাবার ও জল ঠিক মতো দেওয়া হয়নি ফুটবলার। এমন অনেক অভিযোগ রয়েছে। আর সেই অভিযোগে বিদ্ধ সর্বভারতীয় ফুটবল ফেডারেশন থেকে আইএফএ। এ নিয়ে অবশ্য কেউই মুখ খুলতে নারাজ।

আদালতের রায়ে এই মুহূর্তে নির্বাসিত এআইএফএফের সমস্ত কমিটি। এসওয়াই কুরেশির নেতৃত্ব ফেডারেশন চালাচ্ছে কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেশন। এএফসি এশিয়ান কাপের যোগ্যতা পর্বের আয়োজনের দায়িত্বেও রয়েছে সিওএ-র সদস্যরাই। তার মধ্যেই এই বিপত্তি। কম্বোডিয়া ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট সাও সোখা ম্যাচ শুরুর আগেই হুমকি দিয়েছেন, ‘ঘণ্টা তিনেকের মধ্যে যদি আয়োজকরা ক্ষমা না চায়, তা হলে এশিয়ান কাপের যোগ্যতা পর্ব না খেলেই দেশে ফিরে যাবে কম্বোডিয়া।’

কী ঘটেছে আসলে? কলকাতা পা দেওয়ার পর থেকেই হোটেল থেকে শুরু করে খাবার, যাতায়ত, ট্রেনিং নিয়ে বিস্তর ক্ষোভ তৈরি হয়েছে কম্বোডিয়া ফুটবল টিমে। সবচেয়ে বড় ইস্যু হয়ে ওঠে কম্বোডিয়ার জাতীয় পতাকায় ত্রুটি থাকা। জাতীয় পতাকার যে ডিজাইন পাঠানো হয়েছিল, তা মানা হয়নি। ফলে কম্বোডিয়ার জাতীয় পতাকা বদলে গিয়েছে। এ নিয়ে তীব্র ক্ষোভ কম্বোডিয়া ফুটবল ফেডারেশনে। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য তড়িঘড়ি আসরে নামে এএফসি। টুর্নামেন্ট ডিরেক্টর মঙ্গিল শিন চিঠি পাঠিয়ে শান্ত করার চেষ্টা করেছেন কম্বোডিয়াকে। তাতে লেখা হয়েছে, কম্বোডিয়ার যে ফ্ল্যাগ তুলে ধরা হয়েছে টুর্নামেন্টে, তার ডিজাইন ও রং ভুল হওয়ায় আমরা আন্তরিক ভাবে দুঃখিত। তবে জায়ান্ট স্ক্রিনে ফ্ল্যাগ সংক্রান্ত কোনও ত্রুটি থাকবে না।

ফ্ল্যাগ সংক্রান্ত বিষয় বাদ দিলে আরও অনেক কিছু নিয়ে ক্ষোভ রয়েছে কম্বোডিয়ার। এআইএফএফের টুর্নামেন্ট ডিরেক্টর অনিল কামাথ আবার বলছেন, ‘ওদের যে এত কিছু নিয়ে আপত্তি রয়েছে বা অভিযোগ রয়েছে, তা আমাদের বললেই হত। সব মিটিয়ে ফেলা যেত। যদি ওরা বলে, আমরা সব সমস্যা মেটানোর চেষ্টা করব।’

Next Article