East Bengal: জেসিন-মহিতোষদের দাপটে চূর্ণ ডায়মন্ডহারবার

Calcutta Football League: গোলের জন্য অবশ্য ৩৬ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় ইস্টবেঙ্গলকে। গোলকিপার আদিত্য পাত্রর লং পাস ধরে বিপক্ষের দুই ফুটবলারকে পরাস্ত করেন জেসিন টিকে। এরপরই গোল করে ইস্টবেঙ্গলকে ১-০ এগিয়ে দেন কেরালাইট ফুটবলার। পাঁচ মিনিট বাদেই ১-১ করেন ডায়মন্ডহারবারের তুহিন সিকদার। প্রথমার্ধ শেষ হয় ১-১ গোলে। তবে খেলা শেষ হওয়ার কিছু মিনিট আগে এগিয়ে যাওয়ার সুযোগ এসেছিল ডায়মন্ডহারবারের কাছে।

East Bengal: জেসিন-মহিতোষদের দাপটে চূর্ণ ডায়মন্ডহারবার
Image Credit source: East Bengal
Follow Us:
| Edited By: | Updated on: Oct 30, 2023 | 7:57 PM

কলকাতা: দীর্ঘদিন বাদে মাঠে নামল ইস্টবেঙ্গল। আর মাঠ ছাড়ল ৩ পয়েন্ট নিয়ে। এ দিন কলকাতা লিগের ম্যাচে সুপার সিক্সে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব ডায়মন্ড হারবার এফসিকে নিজেদের মাঠে ৪-১ গোলে উড়িয়ে দিল লাল-হলুদ। কলকাতা লিগ আগেই চ্যাম্পিয়ন হয়ে গিয়েছে মহমেডান স্পোর্টিং ক্লাব। লিগের গুরুত্ব আর নেই। নিয়মরক্ষার ম্যাচ। তাই এই ম্যাচ ঘিরে আগ্রহ তেমন ছিল না। তবুও ইস্টবেঙ্গলের খেলা দেখতে গ্যালারিতে হাজির হন গুটিকয়েক সমর্থক। প্রিয় দলের ম্যাচের পর অবশ্য হাসি মুখে মাঠ ছাড়ে লাল-হলুদ জনতা। লিগ চ্যাম্পিয়ন হওয়ার আশা নেই, দ্বিতীয় স্থানে শেষ করাই এখন লক্ষ্য ইস্টবেঙ্গলের। ডায়মন্ডহারবারের বিরুদ্ধে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে লালহলুদ ব্রিগেড। ফাইনাল রেজাল্টও প্রশংসনীয়। বিস্তারিত রইল TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

গোলের জন্য অবশ্য ৩৬ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় ইস্টবেঙ্গলকে। গোলকিপার আদিত্য পাত্রর লং পাস ধরে বিপক্ষের দুই ফুটবলারকে পরাস্ত করেন জেসিন টিকে। এরপরই গোল করে ইস্টবেঙ্গলকে ১-০ এগিয়ে দেন কেরালাইট ফুটবলার। পাঁচ মিনিট বাদেই ১-১ করেন ডায়মন্ডহারবারের তুহিন সিকদার। প্রথমার্ধ শেষ হয় ১-১ গোলে। তবে খেলা শেষ হওয়ার কিছু মিনিট আগে এগিয়ে যাওয়ার সুযোগ এসেছিল ডায়মন্ডহারবারের কাছে।

৫৯ মিনিটে রোশালকে বক্সে ফাউল করলে পেনাল্টি পায় ইস্টবেঙ্গল। সেখান থেকে গোল করে দলকে ২-১ এগিয়ে দেন মহিতোষ রায়। ৭৮ মিনিটে ৩-১ করেন পরিবর্ত হিসেবে মাঠে নামা ফুটবলার তুহিন দাস। মহিতোষের বাড়ানো বল ধরে কিছুটা এগিয়ে যান তুহিন। সেখান থেকে দুরপাল্লার শটে বিপক্ষের গোলকিপারকে পরাস্ত করেন। খেলার একেবারে শেষ মুহূর্তে ডায়মন্ডহারবারের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন অভিষেক কুঞ্জম। মহিতোষের বাড়ানো বল ধরেই গোল করেন অভিষেক। সুপার সিক্সে ১৫ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রইল ইস্টবেঙ্গল। ম্যাচের সেরা হন জেসিন টিকে।