
কলকাতা: আইএসএলের (ISL 2023-24) ইতিহাসে মুম্বই সিটি এফসির (Mumbai City FC) বিরুদ্ধে কখনও জিততে পারেনি মোহনবাগান (Mohun Bagan)। কয়েক মাস আগে ডুরান্ডে মুম্বই কাঁটা সরালেও, এ বার আইএসএলের মঞ্চে মুম্বই বাধা টপকাতে মরিয়া সবুজ-মেরুন শিবির। মুম্বইয়ের বিরুদ্ধে অত্যন্ত খারাপ রেকর্ডও আছে বাগানের। তবে সে সব অতীত। আইএসএল চ্যাম্পিয়নরা মরিয়া বিপক্ষের ডেরা থেকে পয়েন্ট ছিনিয়ে ঘরে ফিরতে। ৭ ম্যাচে ১৯ পয়েন্ট সংগ্রহ পয়েন্ট টেবিলের তিন নম্বরে মোহনবাগান। এক আর দুই নম্বরে থাকা এফসি গোয়া আর কেরালা ব্লাস্টার্স অবশ্য বাগানের চেয়ে বেশি ম্যাচ খেলেছে। বুধবারের ম্যাচ জিতলে এক নম্বরে উঠে আসবে সবুজ-মেরুন। ৭টা ম্যাচই অপরাজিত মোহনবাগান। মুম্বইয়ের ডেরাতেও সেই ধারা বজায় রাখতে মরিয়া ফেরান্দোর দল।
চোট সারিয়ে দলের সঙ্গে পুরোদমে অনুশীলন করেছিলেন সাহাল আব্দুল সামাদ। মুম্বই ম্যাচেই বাগান জার্সিতে ফিরছেন তিনি। শুরু থেকে না হলেও, পরিবর্ত হিসাবে সাহালকে খেলানোর কথা ভাবা হলেও শেষমেশ দলের সঙ্গে যাননি সাহালকে। শেষ মুহূর্তে ঝুঁকি নেয়নি টিম ম্যানেজমেন্ট। এরই মধ্যে আবার চোটের তালিকায় নতুন নাম গ্লেন মার্টিন্স। আনোয়ার দীর্ঘদিন ধরেই মাঠের বাইরে। তবে বাগানের শক্তি কিছু কম নয়। প্রতি ম্যাচেই কেউ না কেউ পারফর্ম করে চলেছেন। সেটাই কিন্তু ফেরান্দোর সবচেয়ে বড় অস্ত্র।
মুম্বইয়ের গ্রেগ স্টুয়ার্টকে নিয়ে আলাদা করে ভাবতে নারাজ বাগান কোচ। মাঠে নামার আগে ফেরান্দো বলে দিচ্ছেন, ‘শুধুমাত্র গ্রেগ স্টুয়ার্টকে নিয়ে ভাবছি না। পুরো মুম্বই দল নিয়েই পরিকল্পনা করছি আমরা।’ ইস্টবেঙ্গলের বিরুদ্ধে আক্রমণের ঝড় তুলেও তিন পয়েন্ট পায়নি মুম্বই। হিজাজি, গিলদের কাছে আটকে যায় গ্রেগ স্টুয়ার্টদের লড়়াই। সেই প্রসঙ্গে বাগান মিডিও হুগো বুমোস মন্তব্য, ‘ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ওদের খেলা দেখেছি। মুম্বই একতরফা আক্রমণ করে গিয়েছে। তবে ইস্টবেঙ্গলও বেশ ভালো ডিফেন্স করেছে। আমাদের বিরুদ্ধে হয়তো ওরা সেই স্ট্র্যাটেজি নিয়ে মাঠে নামবে না। তাই খেলাটা অন্য রকম হবে।’