Death Threats: পরিবারকে খুনের হমকি! ঘুম উড়েছে ইপিএলের কোচের

Chelsea manager Graham Potter: চেলসির আগে ব্রাইটনের কোচিং করিয়েছেন গ্রাহাম পটার। এমন পরিস্থিতিতে পড়তে হয়নি। তবে চেলসি তুলনামূলক বড় ক্লাব। এখানে চাপ বেশি থাকবে এটাই প্রত্য়াশিত। গত সেপ্টেম্বরে থমাস তুচেলকে সরিয়ে গ্রাহাম পটারকে চেলসির দায়িত্ব দেওয়া হয়। সেই থেকে ২৫ ম্যাচের মধ্যে ৯টি ম্য়াচ জিতেছে চেলসি।

Death Threats: পরিবারকে খুনের হমকি! ঘুম উড়েছে ইপিএলের কোচের
Image Credit source: twitter

| Edited By: দীপঙ্কর ঘোষাল

Feb 25, 2023 | 2:41 PM

লন্ডন: দলের পারফরম্য়ান্স ভালো নয়। দীর্ঘ সময় থেকেই তাঁকে ছাটাইয়ের সম্ভাবনা। এরই মাঝে অজ্ঞাত পরিচয় ব্য়ক্তিরা লাগাতার তাঁর পরিবারকে খুনের হুমকি দিয়ে যাচ্ছে। ঘরে বাইরে প্রবল চাপে ঘুম উড়েছে চেলসি কোচ গ্রাহাম পটারের। ইংলিশ প্রিমিয়ার লিগে এ বারের মরসুমে পারফরম্য়ান্স একে বারেই ভালো নয় চেলসির। এই ক্লাবের ফ্য়ান বেস অনেক বেশি। ম্য়াঞ্চেস্টারের দুই ক্লাব, আর্সেনাল, লিভারপুলের সঙ্গে ইংলিশ প্রিমিয়ার লিগের অন্য়তম জনপ্রিয় ক্লাব চেলসি। শেষ ১৪ ম্য়াচে মাত্র ২ ম্যাচে জিতেছে তারা। সে কারণেই কি এমন হুমকি আসছে? কারণ যাই হোক। চেলসির কোচের পরিবারকে যে ভাবে খুনের হুমকি দেওয়া হচ্ছে তাতে ইংলিশ ফুটবলে অস্বস্তির হাওয়া। বিস্তারিত TV9Bangla-য়।

প্রিমিয়ার লিগে এ বার পয়েন্ট টেবলে দশম স্থানে রয়েছে চেলসি। গত বছরের শেষ থেকেই কোচ গ্রাহাম পটারকে বরখাস্ত করার ভাবনা ছিল টিম ম্য়ানেজমেন্ট। চেলসি ফের জয়ে ফেরায় তখনকার মতো বিষয়টি থিঁতিয়ে যায়। তবে ধারাবাহিকতা বজায় রাখতে পারেনি চেলসি। এর ফলেই সাম্প্রতিক ঘটনা বলে মনে করা হচ্ছে। চেলসি কোচ গ্রাহাম পটার সাংবাদিকদের বলেন, ‘আমাকে যতটা সমর্থন করা হয়, তেমনই কিছু ই-মেইল একেবারেই প্রত্য়াশিত নয়। কিছু মানুষ চায় আমার সন্তানদের মৃত্য়ু হোক। এরকম ধরনের ই-মেল নিঃসন্দেহে আনন্দদায়ক নয়।’

চেলসির আগে ব্রাইটনের কোচিং করিয়েছেন গ্রাহাম পটার। এমন পরিস্থিতিতে পড়তে হয়নি। তবে চেলসি তুলনামূলক বড় ক্লাব। এখানে চাপ বেশি থাকবে এটাই প্রত্য়াশিত। গত সেপ্টেম্বরে থমাস তুচেলকে সরিয়ে গ্রাহাম পটারকে চেলসির দায়িত্ব দেওয়া হয়। সেই থেকে ২৫ ম্যাচের মধ্যে ৯টি ম্য়াচ জিতেছে চেলসি। গ্রাহাম পটার আরও বলছেন, ‘চ্য়ালেঞ্জ নিতে পিছপা হই না। তবে এমন পরিস্থিতিতে নিজেকে কী ভাবে সামলাবো? এটাই হয়তো জীবন। যত উঁচুতে উঠব, এ ভাবেই চাপ বাড়তে থাকবে।’ উপস্থিত সকলকে পাল্টা প্রশ্ন করেন, ‘আপনি নিজের কাজে গেলেন, লাগাতার যদি কটুক্তি করা হয়, নিজের কাজটা ঠিকঠাক করা সম্ভব?’