TV9 বাংলা ডিজিটাল: বছরের শেষ ম্যাচে গোয়ায় আজ মাঠে নামছে এটিকে মোহনবাগান। চেন্নাইয়ান এফসির বিরুদ্ধে জয় মানেই মুম্বই সিটি এফসিকে টপকে লিগ শীর্ষে চলে যাবে হাবাসের দল। ড্র করলেও সবার উপরে চলে যাওয়ার সুযোগ রয় কৃষ্ণা-ডেভিড উইলিয়ামসদের সামনে। বছরের শেষ ম্যাচে মাঠে নামার আগে এই তথ্যটাই তাতাচ্ছে সবুজ-মেরুন শিবিরকে।
The #Mariners are all set to play their final match of the year against Chennaiyin FC at Bambolim! ⚽?
We can’t wait to see them in action! ?#ATKMohunBagan #JoyMohunBagan #Mariners #IndianFootball #CFCATKMB pic.twitter.com/soNvDPtBaH
— ATK Mohun Bagan FC (@atkmohunbaganfc) December 29, 2020
এমনিতে পরপর দু ম্যাচ জিতে চাঙ্গা সবুজ-মেরুন ফুটবলার-রা। তার উপর কয়েকদিনের বিশ্রামে অনেকটাই তরতাজা প্রণয়-প্রবীররা। তবে জয়ের হ্যাটট্রিকের সামনে দাঁড়িয়ে সতর্ক কোচ হাবাস। দুবারের আইএসএল জয়ী কোচ বলছেন, “আমার মতে চেন্নাইয়ান খেতাবের অন্যতম দাবিদার। গতবার ফাইনাল খেলেছিল চেন্নাইয়ান। এবছর চেন্নাইয়ের সব ম্যাচ দেখেছি। দু-তিনটে ম্যাচে তো দারুণ ফুটবল খেলেছে অনিরুদ্ধ থাপারা।”
এসসি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে দুবার এগিয়ে গিয়েও জিততে পারেনি চেন্নাই। ডিফেন্স কিছুটা হলেও দুর্বল গতবারের ফাইনালিস্টদের। সেটা নোটবুকে তুলে রেখেছেন হাবাস। বেঙ্গালুরু ম্যাচে গোল পেয়েছিলেন ডেভিড উইলিয়ামস। রয় কৃষ্ণা,মনবীরের পাশাপাশি অসি স্ট্রাইকারের গোল পাওয়াটা স্বস্তিতে রাখছে মোহনবাগানের স্প্যানিশ কোচকে। চেন্নাইয়ান ম্যাচে ত্রিফলাই তুরুপের তাস হতে চলেছে হাবাসের।
আরও পড়ুন:অভিষেকেই শুভমন-সিরাজে গর্বিত রাহানে
ডিফেন্সে এখনও পর্যন্ত রকসলিড সন্দেশ জিঙ্ঘান-তিরিরা। সাত ম্যাচ খেলা হয়ে গেলেও ওপেন প্লে থেকে এখনও গোল হজম করেনি মোহনবাগান ডিফেন্স। ৫টা ম্যাচে ক্লিনশিট রেখেছেন গোলকিপার অরিন্দম ভট্টাচার্য। বছর শেষেও ধারাবাহিকতা বজায় রাখার চ্যালেঞ্জ সন্দেশদের সামনে।
TV9 বাংলা ডিজিটাল: বছরের শেষ ম্যাচে গোয়ায় আজ মাঠে নামছে এটিকে মোহনবাগান। চেন্নাইয়ান এফসির বিরুদ্ধে জয় মানেই মুম্বই সিটি এফসিকে টপকে লিগ শীর্ষে চলে যাবে হাবাসের দল। ড্র করলেও সবার উপরে চলে যাওয়ার সুযোগ রয় কৃষ্ণা-ডেভিড উইলিয়ামসদের সামনে। বছরের শেষ ম্যাচে মাঠে নামার আগে এই তথ্যটাই তাতাচ্ছে সবুজ-মেরুন শিবিরকে।
The #Mariners are all set to play their final match of the year against Chennaiyin FC at Bambolim! ⚽?
We can’t wait to see them in action! ?#ATKMohunBagan #JoyMohunBagan #Mariners #IndianFootball #CFCATKMB pic.twitter.com/soNvDPtBaH
— ATK Mohun Bagan FC (@atkmohunbaganfc) December 29, 2020
এমনিতে পরপর দু ম্যাচ জিতে চাঙ্গা সবুজ-মেরুন ফুটবলার-রা। তার উপর কয়েকদিনের বিশ্রামে অনেকটাই তরতাজা প্রণয়-প্রবীররা। তবে জয়ের হ্যাটট্রিকের সামনে দাঁড়িয়ে সতর্ক কোচ হাবাস। দুবারের আইএসএল জয়ী কোচ বলছেন, “আমার মতে চেন্নাইয়ান খেতাবের অন্যতম দাবিদার। গতবার ফাইনাল খেলেছিল চেন্নাইয়ান। এবছর চেন্নাইয়ের সব ম্যাচ দেখেছি। দু-তিনটে ম্যাচে তো দারুণ ফুটবল খেলেছে অনিরুদ্ধ থাপারা।”
এসসি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে দুবার এগিয়ে গিয়েও জিততে পারেনি চেন্নাই। ডিফেন্স কিছুটা হলেও দুর্বল গতবারের ফাইনালিস্টদের। সেটা নোটবুকে তুলে রেখেছেন হাবাস। বেঙ্গালুরু ম্যাচে গোল পেয়েছিলেন ডেভিড উইলিয়ামস। রয় কৃষ্ণা,মনবীরের পাশাপাশি অসি স্ট্রাইকারের গোল পাওয়াটা স্বস্তিতে রাখছে মোহনবাগানের স্প্যানিশ কোচকে। চেন্নাইয়ান ম্যাচে ত্রিফলাই তুরুপের তাস হতে চলেছে হাবাসের।
আরও পড়ুন:অভিষেকেই শুভমন-সিরাজে গর্বিত রাহানে
ডিফেন্সে এখনও পর্যন্ত রকসলিড সন্দেশ জিঙ্ঘান-তিরিরা। সাত ম্যাচ খেলা হয়ে গেলেও ওপেন প্লে থেকে এখনও গোল হজম করেনি মোহনবাগান ডিফেন্স। ৫টা ম্যাচে ক্লিনশিট রেখেছেন গোলকিপার অরিন্দম ভট্টাচার্য। বছর শেষেও ধারাবাহিকতা বজায় রাখার চ্যালেঞ্জ সন্দেশদের সামনে।