অভিষেকেই শুভমন-সিরাজে গর্বিত রাহানে

উমেশকে তৃতীয় টেস্টে পাওয়া যাবে কিনা, তা নিয়ে কিছুটা হলেও সংশয় আছে। কিন্তু রোহিত শর্মা যে ফিরছেন, তা মোটামুটি নিশ্চিত।

অভিষেকেই শুভমন-সিরাজে গর্বিত রাহানে
ম্যাচ সেরার মেডেল হাতে অধিনায়ক রাহানে। ছবি সৌজন্যে - টুইটার (ক্রিকেট অস্ট্রেলিয়া)
Follow Us:
| Updated on: Dec 29, 2020 | 1:35 PM

TV9 বাংলা ডিজিটাল- দশ দিন আগেও ছবি ছিল বিবর্ণ। ৩৬ রানে অল আউট হওয়ার লজ্জায় ঢাকা পড়েছিলেন যাঁরা, তাঁরা ফিরে এলেন প্রবল ভাবে। রাহানের (Rahane) ভারত দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়াকে ৮ উইকেটে হারিয়ে অবিশ্বাস্য ঘুরে দাঁড়াল সিরিজে। ম্যাচের সেরা ক্যাপ্টেন রাহানে বলে দিয়েছেন, ‘অ্যাডিলেডে আমরা একটা ঘণ্টা খারাপ খেলেছিলাম। তাতেই হেরে গিয়েছিলাম। কিন্তু জানতাম, এই টেস্টে যদি নিজেদের মেলে ধরতে পারি, তা হলে ঘুরে দাঁড়ানো সম্ভব। আমরা যে পরিকল্পনা নিয়ে নেমেছিলাম, সেটা সফল ভাবে কার্যকর করতে পেরেছি। আমরা টিমে অলরাউন্ডার চেয়েছিলাম। রবীন্দ্র জাডেজা নিজের দায়িত্বটা ঠিকঠাক পালন করেছে। তবে, এর পরও আমাদের অনেক কিছু শিখতে হবে।’

মেলবোর্নেই অভিষেক হয়েছে শুভমন গিল (Shubman Gill) ও মহম্মদ সিরাজের (Md. Siraj)। কিন্তু দু’জনেই চমৎকার পারফর্ম করেছেন। যা ভারতকে টেস্ট জেতাতে সাহায্যও করেছে। শুভমন দুই ইনিংসে করেছেন ৪৫ ও নট আউট ৩৫ এবং সিরাজ সব মিলিয়ে নিয়েছেন ৫ উইকেট। রাহানে পর্যন্ত প্রশংসায় পঞ্চমুখ। ‘আমি পুরো টিমের জন্য গর্বিত (proud)। কিন্তু আলাদা করে শুভমন আর সিরাজের কথা বলতেই হবে। অ্যাডিলেডে ওই রকম খারাপ হারের পরও ওরা দু’জন কিন্তু নিজেদের মেলে ধরেছিল। ক্রিকেটে নিজের জাত চেনানোটা খুব গুরুত্বপূর্ণ। বিশেষ করে যখন চোটের জন্য উমেশ যাদব আর বল করতে পারেনি, তখন একটা বিরাট চাপ তৈরি হতে পারত। কিন্তু সেটা কোনও ভাবেই অনুভব করিনি। পুরো টিমের জন্য। শুভমন যে কেমন ক্রিকেটার, প্রথম শ্রেণির ক্রিকেটে ওর রেকর্ডই তা প্রমাণ করে। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটের জন্য ও যে তৈরি, সেটাও প্রমাণ করল। আর সিরাজ, সর্বোচ্চ পর্যায়ে সেরাটা দেওয়ার মতো মশলা আছে। অভিষেক ম্যাচ যে কোনও ক্রিকেটারের কাছে কঠিনই হয়। কিন্তু ওরা সেটা বুঝতেই দেয়নি।’

আরও পড়ুন – অ্যাডিলেডের বদলা মেলবোর্নে, সিরিজে সমতা ফেরাল ভারত

উমেশকে তৃতীয় টেস্টে পাওয়া যাবে কিনা, তা নিয়ে কিছুটা হলেও সংশয় আছে। কিন্তু রোহিত শর্মা যে ফিরছেন, তা মোটামুটি নিশ্চিত। রাহানের কথায়, ‘উমেশ দ্রুত রিকভার করছে। আশা করি ও ফিট হয়ে উঠবে। তবে, রোহিতকে তৃতীয় টেস্টে আশা করি পাব। ওর সঙ্গে গতকালও কথা হয়েছে। টিমের সঙ্গে যোগ দিতে মুখিয়ে আছে ও।’