আরও এক বছর সবুজ-মেরুনেই থাকছেন হাবাস

সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী | Edited By: sushovan mukherjee

Apr 01, 2021 | 11:58 AM

আরও এক বছর এটিকে-মোহনবাগানের (ATK Mohun Bagan) দায়িত্ব নেওয়ার পর হাবাস টিম গোছাতেও নেমে পড়েছেন।

আরও এক বছর সবুজ-মেরুনেই থাকছেন হাবাস
(সৌজন্যে-টুইটার)

Follow Us

কলকাতা: আরও এক বছর এটিকে-মোহনবাগানের (ATK Mohun Bagan) কোচ থাকছেন আন্তনিও হাবাস (Antonio Lopez Habas)। বুধবার চুক্তিপত্রে সই করে দিলেন। আইএসএলের (ISL) অন্যতম সফল কোচ হাবাস। এটিকের কোচ হিসেবে প্রথম বছরই ট্রফি দিয়েছিলেন তিনি। ২০১৯ সালেও তাঁর কোচিংয়েই ট্রফি জিতেছিল এটিকে। সেই সাফল্যের কথা মাথায় রেখেই গতবার সংযুক্তিকরণের পর গত বছর আইএসএলে এটিকে-মোহনবাগানের কোচ করা হয়েছিল তাঁকে। সিদ্ধান্ত যে ভুল ছিল না, প্রমাণ করে দিয়েছেন তিনি। সদ্য শেষ হওয়া আইএসএলে টিমকে ফাইনালে তুলেছিলেন। যদিও মুম্বইয়ের কাছে হেরে গিয়েছে এটিকে-মোহনবাগান।

 

 

এএফসি কাপে নামার আগেই স্প্যানিশ কোচের সঙ্গে পরবর্তী মরসুমের পাকা কথা সেরে নিলেন কর্তারা। সে দিক থেকে ধরলে টানা চার মরসুম কলকাতার ক্লাবে কোচিং করাবেন তিনি। স্প্যানিশ কোচ ছুটি কাটাতে এখন মাদ্রিদে। সইয়ের পর সেখান থেকে হাবাস বলেছেন, ‘কর্তারা যে ভাবে আমার ও কোচিং স্টাফদের উপর ভরসা রেখেছেন, তার জন্য খুশি। এএফসি কাপে এটা নিশ্চিত ভাবেই আমাদের মোটিভেট করবে। মানসিক ভাবেও আমরা তেতে থাকব। এ বার আমাদের লক্ষ্য আন্তর্জাতিক পর্যায়ে ক্লাবকে সাফল্য দেওয়া।’

কোচ হিসেবে হাবাস বরাবর সাফল্যের পিছনেই ছুটেছেন। সাফল্য পেয়েওছেন। তাঁর দীর্ঘ কোচিং অভিজ্ঞতাই ভারতীয় ফুটবলে অন্যতম সফল কোচ হিসেবে প্রতিষ্ঠা দিয়েছে। গত আইএসএলে যে কারণে সবুজ-মেরুন সমর্থকদেরও ভালোবাসা পেয়েছেন হাবাস সে কথা মাথায় রেখেই বিদেশি কোচ বলেছেন, ‘সমর্থকদের ভালোবাসা ও ভরসা পাওয়াটাও আমাদের লক্ষ্য।’

আরও পড়ুন: ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে কোহলি

ঠান্ডা মাথা, চমত্‍কার ম্যাচ রিডিং, ফুটবলারদের চাপহীন খেলতে দেওয়া— নানা কারণে হাবাস টিমে জনপ্রিয়তা। রয় কৃষ্ণা থেকে শুরু করে প্রীতম কোটাল, যা সবাই এক বাক্যে স্বীকারও করেন। আরও এক বছর এটিকে-মোহনবাগানের দায়িত্ব নেওয়ার পর হাবাস টিম গোছাতেও নেমে পড়েছেন। মোটামুটি একই দল ধরে রেখে কিছু পরিবর্তন তিনি করতে চান। কর্তাদের সঙ্গে যা নিয়ে আলোচনাও সেরে ফেলেছেন হাবাস।

Next Article