East Bengal: ডার্বির আগে চনমনে ক্লেটনরা, সতর্ক কুয়াদ্রাত

দু'দিনের ছুটি কাটিয়ে বৃহস্পতিবার থেকে অনুশীলনে ফিরল ইস্টবেঙ্গল। বোরহা আর সিভেরিওকে ছেড়ে দিয়েছে লাল-হলুদ। বড় ম্যাচে তাই চার বিদেশি নিয়েই ছক সাজাতে হবে কুয়াদ্রাতকে। কাজটা কঠিন, অসম্ভব নয়। কুয়াদ্রাতের জাদুদণ্ডে বদলে গিয়েছে ইস্টবেঙ্গল। তাই কোচের উপর অগাধ আস্থা সমর্থকদেরও।

East Bengal: ডার্বির আগে চনমনে ক্লেটনরা, সতর্ক কুয়াদ্রাত
East Bengal: ডার্বির আগে চনমনে ক্লেটনরা, সতর্ক কুয়াদ্রাত

| Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Feb 01, 2024 | 8:00 PM

কলকাতা: একটা ট্রফি জয় সবকিছু পাল্টে দেয়। ১২ বছর বাদে সর্বভারতীয় টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়েছে ইস্টবেঙ্গল (East Bengal)। আর তাতেই এক লাফে কয়েক গুণ আত্মবিশ্বাস বেড়ে গিয়েছে দলের। বদলে গিয়েছে ড্রেসিংরুমের পরিবেশও। শনিবার বড় ম্যাচ। ১৫ দিনের ব্যবধানে আরও একটা ডার্বিতে মাঠে নামছেন ক্লেটনরা। সুপার কাপের হিরো আইএসএলের বড় ম্যাচেও গোল করে দলকে জেতাতে তৈরি। কলিঙ্গ জয় করে শহরে ফেরার পর ইস্টবেঙ্গলকে ঘিরে উন্মাদনার ছবি দেখেছে বাংলার ফুটবল। শেষ কয়েক বছর হতাশায় ডুবে থাকা লাল-হলুদে এখন বসন্ত। সপ্তাহের শুরুটা দারুণ হয়েছে ইস্টবেঙ্গল সমর্থকদের। সপ্তাহের শেষটাও তৃপ্তি নিয়ে শেষ করতে চান সমর্থকরা।

দু’দিনের ছুটি কাটিয়ে বৃহস্পতিবার থেকে অনুশীলনে ফিরল ইস্টবেঙ্গল। বোরহা আর সিভেরিওকে ছেড়ে দিয়েছে লাল-হলুদ। বড় ম্যাচে তাই চার বিদেশি নিয়েই ছক সাজাতে হবে কুয়াদ্রাতকে। কাজটা কঠিন, অসম্ভব নয়। কুয়াদ্রাতের জাদুদণ্ডে বদলে গিয়েছে ইস্টবেঙ্গল। তাই কোচের উপর অগাধ আস্থা সমর্থকদেরও।

বোরহা আর সিভেরিওর বদলি কেউই বড় ম্যাচে খেলতে পারবেন না। কার্ড সমস্যায় নেই সৌভিক চক্রবর্তী। রক্ষণ আগলেই বড় ম্যাচে মাঠে নামার ছক সাজাচ্ছেন কুয়াদ্রাত। বৃহস্পতিবার অনুশীলনে ছিলেন না ইস্টবেঙ্গল গোলকিপার প্রভসুখন গিল। শরীর খারাপ থাকায় এ দিনের অনুশীলনে আসেননি। তবে কোচ কুয়াদ্রাত প্র্যাকটিস শেষে বলে গেলেন, গিলের খেলার ব্যাপারে কোনও সংশয় নেই। বড় ম্যাচের আগে ফুরফুরে মেজাজে আছে ইস্টবেঙ্গল। ট্রফি জয় ফুটবলারদের মধ্যে বাড়তি তাগিদ জুগিয়েছে। কোচ কুয়াদ্রাত এখন আইএসএলের পয়েন্ট টেবিলে প্রথম ছয়ে থাকার লক্ষ্য নিয়ে এগোচ্ছেন। তিনি জানেন, নক আউট পাকা হলেই তাঁর দল খেলার স্টাইল পাল্টে ফেলবে। তাই সেই লক্ষ্য নিয়েই বড় ম্যাচের ঘুঁটি সাজাচ্ছেন ইস্টবেঙ্গলের ম্যাজিশিয়ান।