FIFA Women’s World Cup: স্বপ্নের দৌড় অব্যাহত, বিশ্বকাপের কোয়ার্টারে কলম্বিয়া
Colombia Football Team: শনিবার সিডনিতে ইংল্যান্ডের বিরুদ্ধে জিততে পারলেই সেমিফাইনাল। আপাতত সেই স্বপ্নেই বিভোর কলম্বিয়া।
ফিফা মেয়েদের বিশ্বকাপে অনবদ্য ছন্দে কলম্বিয়া। একের পর এক দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়েছে তারা। এ বার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালেও জায়গা করে নিল। এ দিন জামাইকাকে ১-০ ব্যবধানে হারাল কলম্বিয়া। কোয়ার্টার ফাইনালে তারা খেলবে ইংল্যান্ডের বিরুদ্ধে। জামাইকার বিরুদ্ধে কলম্বিয়ার একমাত্র গোলটি করেন কাতালিনা উসমে। বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম কোয়ার্টারে কলম্বিয়া। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
ইউরোপ সেরা ইংল্যান্ড। প্রথম বার বিশ্বকাপের শেষ আটে ওঠা কলম্বিয়া খেলবে শক্তিশালী ইংল্যান্ডের বিরুদ্ধে। গত বিশ্বকাপ, ২০১৯ সালে যোগ্যতা অর্জন করতে পারেনি কলম্বিয়া। ক্রমশ উন্নতি করেছে তারা। এ বার টুর্নামেন্টের শুরু থেকেই দুর্দান্ত ছন্দে। গ্রুপ পর্বে শীর্ষে ছিল তারা। শুধু তাই নয়, দু-বারের চ্যাম্পিয়ন বিশ্ব ক্রমতালিকায় দ্বিতীয় স্থানে থাকা জার্মানিকে হারিয়েছিল তারা।
বিশ্ব ক্রমতালিকায় ২৫ নম্বরে রয়েছে কলম্বিয়া। নকআউটেও ছন্দ বজায় থাকল। জামাইকার বিরুদ্ধে নিজেদের ঘর সামলে আক্রমণে মন দেয় কলম্বিয়া। এই ম্যাচের আগে অবধি এ বারের বিশ্বকাপে একটিও গোল খায়নি জামাইকা। তাদের সেই মজবুত রক্ষণে ধাক্কা দিল কলম্বিয়া। ম্যাচের ৫১ মিনিটে অপ্রতিরোধ্য ডিফেন্সের বিরুদ্ধে গোল কাতালিনার।
? ¡???́ ?????!
???❤️#PersiguiendoUnSueño#TodosSomosColombia?? pic.twitter.com/rntOTGcm5i
— Selección Colombia (@FCFSeleccionCol) August 8, 2023
টুর্নামেন্টর শুরু থেকে ভালো পারফর্ম করায় সমর্থকদের প্রত্যাশাও বেড়েছে। জামাইকার বিরুদ্ধে গোল না পাওয়া অবধি দলকে তাতিয়ে গেলেন কলম্বিয়ান সমর্থকরা। গোল হতেই তাঁদের উচ্ছ্বাস কয়েকগুন বেড়ে যায়। শনিবার সিডনিতে ইংল্যান্ডের বিরুদ্ধে জিততে পারলেই সেমিফাইনাল। আপাতত সেই স্বপ্নেই বিভোর কলম্বিয়া।