
ম্যাচের ৩৯ ও ৮০ মিনিটে বার্সেলোনার হয়ে পেনাল্টি নষ্ট করেন মিরালেম ও দেম্বেলে।(সৌজন্যে-কর্নেয়া টুইটার)

নির্ধারিত সময়ে ম্যাচ অমীমাংসিত থাকায়, খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। (সৌজন্যে-বার্সেলোনা টুইটার)

অতিরিক্ত সময়ে বার্সার হয়ে প্রথম গোল ওসমানে দেম্বেলের।(সৌজন্যে-বার্সেলোনা টুইটার)

ম্যাচের ১১৮ মিনিটে কর্নেয়ার ফার্নান্ডেজ লাল কার্ড দেখেন।(সৌজন্যে-কর্নেয়া টুইটার)

১২১ মিনিটে গোল করে বার্সার দুরন্ত জয় নিশ্চিত করেন মার্টিন ব্রেথওয়েট। (সৌজন্যে-বার্সেলোনা টুইটার)