Barcelona vs Real Madrid: কোপা দেলরে-র ফাইনালে এল ক্লাসিকো! বার্সা-রিয়াল ঘিরে প্রবল উত্তাপ ইউরোপে

Copa del Rey Final Preview: রিয়াল এই মরসুমে মোট ১২টি ম্যাচ হেরেছে। তাঁদের দলের কাছেও এই ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সদ্য চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে গিয়েছে রিয়াল। অবশ্য কোপায় নামার আগে দুই দলেরই চিন্তা চোট।

Barcelona vs Real Madrid: কোপা দেলরে-র ফাইনালে এল ক্লাসিকো! বার্সা-রিয়াল ঘিরে প্রবল উত্তাপ ইউরোপে
Image Credit source: FC BARCELONA/REAL MADRID X

| Edited By: দীপঙ্কর ঘোষাল

Apr 26, 2025 | 3:04 AM

কলকাতা: কোপা দেলরে-র ফাইনালে আবার এল ক্লাসিকো। মুখোমুখি বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। স্পেনের দুই জায়ান্টের কাছে সম্মানের লড়াই। ম্যাচের আগে দুই দলের কোচ এক অপরের প্রতি শ্রদ্ধা দেখাতে দেখা গেল। সেমিতে বার্সা ৫-৪ ব্যবধানে অ্যাটলেটিকো মাদ্রিদকে হারিয়ে ফাইনালে উঠেছে। অন্যদিকে রিয়াল মাদ্রিদ ৫-৪ গোলে রিয়াল সোসিদাদকে হারিয়ে ফাইনালে উঠেছে। ফাইনাল ঘিরে তাই এখন থেকে উত্তাপ ছড়াচ্ছে ইউরোপে। শনিবার গভীর রাতে সারা বিশ্ব দুই টিমের মহাযুদ্ধ দেখার জন্য মুখিয়ে রয়েছে।

কোপায় ৪১ বার ফাইনালিস্ট বার্সা। তাদের কোচ হান্সি ফ্লিক বলেছেন, “রিয়াল মাদ্রিদ খুব ভালো দল। তাঁদের দলে বিশ্বের অন্যতম একজন সেরা কোচ রয়েছেন। এবং তিনি সব কিছুই জিতেছেন।” অন্য দিকে মাদ্রিদ হেড কোচ কার্লো আন্সেলোত্তি বার্সার পেড্রি, লামিন ইয়ামাল, রাফিনহাদের আটকানোর পরিকল্পনা শুরু করে দিয়েছেন। মাদ্রিদ কোচ আন্সেলত্তি আবার বলেছেন, “সম্ভবত বার্সাই এই ম্যাচের ফেভারিট। কিন্তু ফাইনাল ম্যাচে যা কিছু ঘটতে পারে। আমাদের ভালোভাবে রক্ষণ সামলাতে হবে। আমি নিশ্চিত যে আমরা ভালো ভাবে রক্ষণ সামল দিতে পারব। এবং আক্রমণে সুযোগ বাড়াব।”

বার্সেলোনা সম্ভবত বাল্ডের পরিবর্তে লেফট-ব্যাক জেরার্ড মার্টিনকে খেলাবে। যা মাদ্রিদকে কিছুটা সুবিধা দিতে পারে। আন্সেলোত্তি আবার মজা করে বলেছেন, “এই ধরনের ম্যাচে রদ্রিগো সবসময় গোল করে। আমি ওর উপর সম্পূর্ণ আস্থা রাখছি।”

রিয়াল এই মরসুমে মোট ১২টি ম্যাচ হেরেছে। তাঁদের দলের কাছেও এই ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সদ্য চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে গিয়েছে রিয়াল। অবশ্য কোপায় নামার আগে দুই দলেরই চিন্তা চোট। বার্সেলোনার গোল মেশিন লেওয়ানডস্কি ও সাইডব্যাক বাল্ডে চোটের কারণে নেই ফাইনালে। অন্য দিকে রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার কামাভিঙ্গাও চোটের কারণে পুরো মরসুমের জন্য মাঠের বাইরে চলে গিয়েছেন।

ম্যাচের আগে অবশ্য উত্তাপ ছড়িয়েছিল রিয়াল মাদ্রিদকে নিয়ে। ম্যাচের জন্য যে রেফারিদের নিয়োগ করা হয়েছে, তাঁদের দাবি রিয়াল শিবিরের তরফে অপমানজনক কথা বলা হয়েছে। রিয়াল মাদ্রিদ তাদের নিজস্ব চ্য়ানেলে রেফারি নিয়োগ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিল। এমন খবরও প্রকাশ্যে এসেছিল, রিয়াল মাদ্রিদ এই ম্যাচ বয়কট করছে! যদিও রিয়ালের তরফে বিবৃতিতে জানানো হয়েছে, এটি স্রেফ গুজব। রেফারিদের নিয়ে অসন্তোষের কথাও স্বীকার করে পাল্টা দাবি, রেফারিদের তরফে ক্লাবকে অসম্মান করা হয়েছে। রিয়াল বিবৃতিতে পরিষ্কার করেছে, ফাইনাল খেলার জন্যই ভেনুতে পৌঁছেছে তারা। রেফারি অসন্তোষ থাকলেও ফুটবলকে অসম্মান করে না, বিবৃতিতে পরিষ্কার করেছে রিয়াল।

বার্সেলোনা সম্ভাব্য স্টার্টিং ইলেভেন (৪-২-৩-১): সেজনি, কুন্ডে, কুবারসি, মার্তিনেজ, মার্টিন, ডিয়ং, পেদ্রি, লামিনে ইয়ামাল, ড্যানি ওলমো, রাফিনহা, ফেরান তোরেস

রিয়াল মাদ্রিদ সম্ভাব্য স্টার্টিং ইলেভেন (৪-২-৩-১): কুর্তোয়া, ভালভার্দে, আসেন্সিও, রুডিগার, গার্সিয়া, মদ্রিচ, শৌমেনি, রড্রিগো, বেলিংহ্যাম, ভিনিসিয়াস জুনিয়র, এমবাপে

বার্সেলোনা বনাম রিয়াল মাদ্রিদ, ভারতীয় সময় রাত ১.৩০, ফ্যানকোডে লাইভ স্ট্রিমিং