
ম্যাচের ৪৫ মিনিটে রিয়ালকে এগিয়ে দেন এদের মিলিতাও। (সৌজন্যে-রিয়াল মাদ্রিদ টুইটার)

৮০ মিনিটে আলকোয়ানোকে সমতায় ফেরান হোসে সোলবেস। (সৌজন্যে-আলকোয়ানো টুইটার)

নির্ধারিত সময়ে ম্যাচ অমীমাংসিত থাকায়, খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। (সৌজন্যে-রিয়াল মাদ্রিদ টুইটার)

অতিরিক্ত সময়ে রামোন লোপেজ ওলিভান লাল কার্ড দেখেন। (সৌজন্যে-আলকোয়ানো টুইটার)

১১৫ মিনিটে দশ জন হয়ে যাওয়া আলকোয়ানোকে জেতায় ভিদালের গোল। (সৌজন্যে-আলকোয়ানো টুইটার)