দোহা : কাতার বিশ্বকাপে আজ টিকে থাকার শেষ সুযোগ ছিল জার্মানির সামনে। তাদের ভাগ্য নির্ভর করছিল স্পেন-জাপান ম্যাচের উপরও। কোস্টারিকার বিরুদ্ধে চার বারের চ্যাম্পিয়ন জার্মানি জিতল ৪-২ ব্যবধানে। তাতেও নকআউটে ওঠা হল না। প্রথম ম্যাচে জার্মানিকে হারিয়েছিল জাপান। এ দিন হারাল স্পেনকে। জাপানের ইতিহাসের রাত। কাতারে ফের সূর্যোদয়। প্রথম ম্যাচে কোস্টারিকার বিরুদ্ধে ৭-০ ব্যবধানে জিতেছিল স্পেন। গোল পার্থক্যে অনেকটাই এগিয়েছিল। এ দিন জাপানের কাছে ১-২ ব্যবধানে হারলেও গোল ব্যবধানে নকআউট নিশ্চিত করল স্পেনও। গ্রুপ সেরা হয়ে নকআউটে জাপান। হেরেও গোলপার্থক্যে এই গ্রুপ থেকে নকআউটে স্পেন। অন্য ম্যাচে জিতেও টানা দ্বিতীয় বার গ্রুপ পর্বেও বিদায় জার্মানির। লাইভ আপডেটের জন্য নজর রাখুন TV9Bangla-র পেজে।
পরপর দুই গোল। স্পেনের বিরুদ্ধে ২-১ এগিয়ে জাপান।
পরিবর্ত হিসেবে নেমেই গোল শোধ রিতসু দোয়ানের। জাপান-স্পেন ১-১।
জার্মানি-কোস্টারিকা ম্যাচে…
? ?????? ?#FIFAWorldCup | #Qatar2022 pic.twitter.com/7yIfiSX7AO
— FIFA World Cup (@FIFAWorldCup) December 1, 2022
গ্রুপ পর্বে টানা তিন ম্যাচে গোল আলভারো মোরাতার। তাঁর হেডারে জাপানের বিরুদ্ধে এগিয়ে দেল স্পেন।
গ্রুপ পর্বেই ছিটকে গিয়েছে বেলজিয়াম। ব্যর্থতার দায়ে, কোচের পদ থেকে ইস্তফা দিয়েছেন রবার্তো মার্তিনেজ।
গ্রুপ ই-র অন্য ম্য়াচে অর্থাৎ কোস্টারিকা-জার্মানি ড্র হলে এবং স্পেন বনাম জাপান ম্যাচও ড্র হলে, এই গ্রুপ থেকে নকআউটে জায়গা করে নেবে স্পেন ও জাপান। কোস্টারিকা জিতলে এবং স্পেন হারলেও গোল পার্থক্যে নকাউটে যেতে পারে। সব মিলিয়ে দুটি ম্যাচ শেষ না হওয়া অবধি টানটান উত্তেজনা অপেক্ষা করছে।
এক নজরে দেখে নিন, জাপান-স্পেনের একাদশ
The starting XIs for #JPN and #ESP #FIFAWorldCup | #Qatar2022
— FIFA World Cup (@FIFAWorldCup) December 1, 2022
এক নজরে কোস্টারিকা বনাম জার্মানি ম্যাচের প্রথম একাদশ
The starting lineups for #CRC & #GER are in! ?#FIFAWorldCup | #Qatar2022
— FIFA World Cup (@FIFAWorldCup) December 1, 2022
কোস্টারিকা-জার্মানি ম্যাচে ইতিহাসের অপেক্ষা। বিস্তারিত জানতে পডুন এই লিঙ্ক- বিশ্বকাপে ইতিহাস, জার্মানি ম্যাচে বাঁশি মুখে মহিলা রেফারি ফ্রেপপার্ট
TV9Bangla-র লাইভ আপডেটে স্বাগত। কিছুক্ষণ পরই শুরু হবে গ্রুপ ই-র শেষ ম্যাচ। কোস্টারিকার বিরুদ্ধে নামছে জার্মানি। এই ম্যাচ না জিতলে বিদায় হয়ে যাবে জার্মানির। অন্য দিকে, স্পেন বনাম জাপান। কিছুটা হলেও সুরক্ষিত স্পেন। ড্র করলেও নকআউটে যাবে তারা।