TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী
Jun 16, 2022 | 9:06 PM
রোনাল্ডো অ্যান্ড ফ্যামিলির সিক্রেট হলিডে ডেস্টিনেশন প্রকাশ্যে চলেই এসেছে । স্পেনের সেরা দি ট্রমুনটানা পর্বতমালার পাদদেশে বিলাসবহুল মেজরকা ম্যানসনে উঠেছেন সিআর সেভেন ।
স্পেনের একটি সংবাদপত্র মেজরকার সেই চোখ ধাঁধানো ভিলার এরিয়াল শট প্রকাশ করেছে । বিলাসবহুল ভিলাটিতে রয়েছে জিম, একটি পুল যা খেজুর গাছ দিয়ে ঘেরা । একটি বিচ ভলিবল কোর্ট ছাড়াও রয়েছে মিনি ফুটবল পিচ ।
আপাতত দশদিন মেজরকা ভিলা ক্রিশ্চিয়ানো ও তাঁর পরিবারের ঘরবাড়ি । ভিলায় রাত্রিবাসের খরচ কত তা সঠিক ভাবে জানা না গেলেও সাধারণের ধরাছোঁয়ার বাইরে তা বলাই বাহুল্য ।
ওই সংবাদপত্রের দেওয়া তথ্য অনুযায়ী, ভিলার নীচে গোপন ঘর রয়েছে । যেটা নাকি 'ইরোটিক রুম' !