Cristiano Ronaldo: এটাই শেষ… মাঠে অঝোরে কাঁদলেন রোনাল্ডো, গ্যালারিতে চোখের জল বাধ মানল না মায়ের

Jul 02, 2024 | 1:13 PM

Euro Cup 2024: এ বারের ইউরো কাপের শেষ-১৬তে স্লোভেনিয়ার বিরুদ্ধে নেমেছিল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগাল। ওই ম্যাচের নির্ধারিত সময় অবধি কোনও গোল হয়নি। তাই ম্যাচ টাইব্রেকারে গড়ায়। সেখানে স্লোভেনিয়াকে ৩-০ হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে পর্তুগাল।

Cristiano Ronaldo: এটাই শেষ... মাঠে অঝোরে কাঁদলেন রোনাল্ডো, গ্যালারিতে চোখের জল বাধ মানল না মায়ের
Cristiano Ronaldo: এটাই শেষ... মাঠে অঝোরে কাঁদলেন রোনাল্ডো, গ্যালারিতে চোখের জল বাধ মানল না মায়ের

Follow Us

কলকাতা: কেরিয়ারের শেষ ইউরো কাপ খেলছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। স্লোভেনিয়াকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠতেই এ কথা জানিয়ে দিয়েছেন সিআর সেভেন। শেষ-১৬-র লড়াইয়ে স্লোভেনিয়া পর্তুগালকে কড়া টক্কর দিয়েছিল। নির্ধারিত ৯০ মিনিটে দুই দলই কোনও গোল করতে পারেনি। অতিরিক্ত সময়ে পেনাল্টি পায় পর্তুগাল। রোনাল্ডো সেই পেনাল্টি মিস করেন। তারপরই কান্নায় ভেঙে পড়েন। একদিকে মাঠে অঝোরে কাঁদেন রোনাল্ডো, আর গ্যালারিতে চোখের জল ফেলতে দেখা যায় তাঁর মাকে।

সোশ্যাল মিডিয়ায় রোনাল্ডো ও তাঁর মায়ের কান্নার ছবি ছড়িয়ে পড়েছে। জার্মানির ফ্রাঙ্কফ্রুট স্টেডিয়ামে পর্তুগাল ও স্লোভেনিয়া মোট ৮ বার শট টার্গেটে রাখে। ২০টি শট নেয় পর্তুগাল আর ১০টি স্লোভেনিয়া। কিন্তু নব্বই মিনিট অবধি গোলমুখ খুলতে পারেনি দুই টিম। এরপর অতিরিক্ত সময়ে রোনাল্ডো গোলের সুযোগ নষ্ট না করলে ম্যাচ টাইব্রেকারে গড়াত না।

টাইব্রেকারে ৩-০ ব্যবধানে স্লোভেনিয়াকে হারিয়ে ইউরো কাপের কোয়ার্টার ফাইনালে উঠল পর্তুগাল। পেনাল্টি শুটআউটে পর্তুগালের হয়ে গোল করেন— ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, ব্রুনো ফের্নান্ডেজ ও বের্নান্দো সিলভা। স্লোভেনিয়ার হয়ে কেউ টাইব্রেকারে গোল করতে পারেননি।

ওই ম্যাচের পরে বিস্ফোরণ ঘটান রোনাল্ডো। কান্নাভেজা গলায় তিনি বলেন, ‘এটা আমার শেষ ইউরো কাপ। আর এটা নিয়ে কোনও সন্দেহ নেই। তবে তার জন্য আমি আবেগপ্রবণ হচ্ছি না। আসলে যে ভাবে সকলে আমাদের সমর্থন করছেন, তা দেখে আমি আপ্লুত।’


ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর এখন বয়স ৩৯ বছর। আগামী ইউরো আরও ৪ বছর পর। তখন রোনাল্ডোর বয়স হবে ৪৩ বছর। তিনি এখনও অসম্ভব ফিট। কিন্তু ৪ বছর পর কেমন থাকবেন, তা তো আর বলা যায় না। তাই তিনি জানিয়ে দিলেন, এটাই তাঁর শেষ ইউরো।

 

Next Article