কলকাতা: বলা যেতে পারে, খোলা চিঠি। বলা যেতে পারে, প্রতিবাদপত্র। ব্যাখ্যা যাই হোক না কেন, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) ব্যাপক চটেছেন। আর তাই নীরবতা ভেঙে জবাব দিয়েছেন। সম্প্রতি দলবদলের বাজারে সিআর সেভেনকে (CR7) নিয়ে নানা গুজব ছড়িয়েছে। জুভেন্তাস (Juventus) ছেড়ে রিয়ালে (Real Madrid) যেতে পারেন, এমনও বলা হয়েছিল। আবার এও বলা হয়েছে, রিয়ালে আর ফিরবেন না তিনি। এই নানা গুজব নিয়েই মুখ খুলেছেন।
সিআর সেভেনের সেই বক্তব্যই হুবহু তুলে ধরল টিভি নাইন বাংলা…
‘যাঁরা আমাকে চেনেন, তাঁরা খুব ভালো করে জানেন, আমি কথা কম, কাজ বেশি-তে বিশ্বাস করি। কেরিয়ারের প্রথম দিন থেকে এই নীতিতেই এগিয়ে চলেছি। কিন্তু সম্প্রতি আমাকে নিয়ে যা যা লেখা হয়েছে, তার জবাব দিতেই এগিয়ে এসেছি।
মিডিয়া আমার ভবিষ্যত্ নিয়ে যা যা লিখেছে, সেটা অত্যন্ত অসম্মানের। শুধু তাই নয়, এই গুঞ্জনে, এই গুজবে যে সব ক্লাব, প্লেয়াররা, কোচেরা জড়িত, তাদের কাছে ব্যাপারটা একই রকমের অসম্মানের।
রিয়াল মাদ্রিদে আমি দীর্ঘ সময় কাটিয়েছি। সেখানে কী করেছি, সেটা লেখা আছে রেকর্ড বইয়ে। বের্নাবৌয়ের মিউজিয়ামেও সেটা উল্লেখ আছে। শুধু তাই নয়, সমর্থকদের মনেও তা লেখা আছে। আর তাই বাইরে, যে ৯টা বছর কাটিয়েছি, একটা গভীর সম্পর্ক তৈরি হয়েছে সবার সঙ্গে। সেটা এখনও মনে রেখেছি। রাখবও। রিয়াল ভক্তরা আমাকে চিরকাল হৃদয়ে রেখে দেবে। আমিও ওদের রেখে দেব।
কিন্তু সম্প্রতি স্পেনের মিডিয়ায় আমাকে নিয়ে প্রচুর গুজব ছড়ানো হয়েছে। সে সব সত্যি না মিথ্যে, তা খুঁজে দেখার চেষ্টা করা হয়নি।
ঠিক এই কারণেই আমি নীরবতা ভেঙে বেরিয়ে এসেছি এটা বলার জন্য যে, আমার নাম নিয়ে কাউকে খেলতে দেব না। কেরিয়ারের বাকি সময়টুকুতেও আমি নিজের কাজের উপরেই ফোকাস করব। প্রতিটা চ্যালেঞ্জের জন্য তৈরি রেখেছি নিজেকে।’
সিআর সেভেন আর যাই হোক, তাঁকে নিয়ে ‘খেলা’ কোনওভাবেই বরদাস্ত করবেন না।