Cristiano Ronaldo: মাইলফলকের ম্যাচ; রেকর্ডে সমালোচনার জবাব ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

TV9 Bangla Digital

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Updated on: Mar 24, 2023 | 9:51 AM

Portugal : দেশের জার্সিতে সবচেয়ে বেশি ম্য়াচ খেলাই নয়, বিশ্বকাপ হতাশার পর নতুন শুরু রোনাল্ডোর। আরও নজির গড়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। জোড়া গোলে প্রতিযোগিতামূলক আন্তর্জাতিক ম্যাচে গোলের সেঞ্চুরি রোনাল্ডোর।

Cristiano Ronaldo: মাইলফলকের ম্যাচ; রেকর্ডে সমালোচনার জবাব ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর
Image Credit source: twitter

Follow us on

লিসবন : দেশের জার্সিতে স্ব-মেজাজে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ২০২৪ সালের ইউরো কাপের যোগ্য়তা অর্জন পর্বে অনবদ্য শুরু পর্তুগালের। ঘরের মাঠে লিচটেনস্টাইনের বিরুদ্ধে ৪-০ ব্যবধানে জিতল পর্তুগাল। ফার্নান্দো স্য়ান্টোস বিদায়ের পর পর্তুগালের কোচ হিসেবে দায়িত্ব নিয়েছিলেন রবার্তো মার্টিনেজ। জয় দিয়ে নতুন সফর শুরু বেলজিয়ামের প্রাক্তন কোচের। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ফিরলেন পর্তুগালের প্রথম একাদশে। স্মরণীয় করে রাখলেন ম্যাচ। জাতীয় দলের জার্সিতে ১৯৭তম ম্যাচ খেললেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। পুরুষদের ফুটবলে দেশের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার নজির গড়লেন সিআর সেভেন। মাইলফলকের ম্যাচে জোড়া গোল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। বিস্তারিত TV9Bangla-য়।

দেশের জার্সিতে সবচেয়ে বেশি ম্যাচ খেলাই নয়, বিশ্বকাপ হতাশার পর নতুন শুরু রোনাল্ডোর। আরও নজির গড়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। জোড়া গোলে প্রতিযোগিতামূলক আন্তর্জাতিক ম্যাচে গোলের সেঞ্চুরি রোনাল্ডোর। প্রথম ফুটবলার হিসেবে এই নজির। লিসবনে জোড়া গোলের মধ্যে প্রথমটি পেনাল্টি থেকে। দ্বিতীয় গোলটি অনবদ্য ফ্রি-কিকে। আন্তর্জাতিক স্তরে ৩৮ বছরেও একইরকম অনবদ্য় রোনাল্ডো। ২০০৪ সালে দেশের জার্সিতে প্রথম গোল করেছিলেন। টানা ২০ বছর গোলের রেকর্ড। পর্তুগালের হয়ে এখনও অবধি ১২০ গোল। পুরুষদের ফুটবলে সবচেয়ে বেশি গোলের নজির তাঁর দখলেই। দ্বিতীয় স্থানে রয়েছেন ইরানের প্রাক্তন ফুটবলার আলি দেই। তিনি দেশের হয়ে ১০৯টি গোল করেছিলেন। তৃতীয় স্থানে রোনাল্ডোর চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি (৯৮)।

সবচেয়ে বেশি ম্যাচ খেলার নিরিখে রোনাল্ডো ছাপিয়ে গেলেন কুয়েতের কিংবদন্তি ফুটবলার বদর আল মুতাবাকে। তিনি ১৯৬ ম্য়াচ খেলেছিলেন। রোনাল্ডো ১৯৭ তম ম্যাচ খেললেন। সবকিছু ঠিক থাকলে পুরুষদের ফুটবলে দেশের হয়ে ২০০ ম্যাচের মাইলফলকে প্রথম পৌঁছতে পারেন রোনাল্ডোই। এই ম্যাচের আগে রোনাল্ডো জানিয়েছিলেন, রেকর্ড তাঁকে কতটা প্রেরণা জোগায়। বলেছিলেন, ‘দেশের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড-বলতে দ্বিধা নেই, খুবই গর্ব হচ্ছে। তবে একটা ম্যাচ নয়, খেলা চালিয়ে যেতে চাই।’

Latest News Updates

Related Stories
Most Read Stories

Click on your DTH Provider to Add TV9 Bangla