Cristiano Ronaldo: রাজ অভিষেকের পর রোনাল্ডো, ‘পরোয়া করি না’

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Jan 04, 2023 | 3:56 AM

FIFA World Cup 2022: বলছেন, 'কে কী বলছে, পরোয়ো করি না। আমি এখানে গোল করতে এবং জিততে এসেছি। গত ১৫ বছরে আরবের ফুটবল অনেক বদলেছে। সৌদি আরব আর্জেন্টিনাকে হারিয়েছে। যারা কাতার বিশ্বকাপের চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে হারিয়েছে। এর থেকেই প্রমাণ হয় এখানকার ফুটবল কতটা উন্নতি করেছে।'

Cristiano Ronaldo: রাজ অভিষেকের পর রোনাল্ডো, পরোয়া করি না
Image Credit source: twitter

Follow Us

রিয়াধ : ঠিক যেন রাজ অভিষেক। আল নাসেরে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো সই করার পর থেকেই আবহাওয়া সে দিকেই যাচ্ছিল। সোশ্য়াল মিডিয়ায় আল নাসেরের পেজে লাইকের বন্য়া। ৭ নম্বর জার্সি কেনার ধুম। রোনাল্ডো পৌঁছনোর আগেই যখন এই পরিস্থিতি ছিল, তাঁকে সামনে দেখতে পেলে যা হওয়ার তাই হল। এক কথায় রাজ অভিষেক। রিয়াধে আল নাসের ক্লাবে সরকারি ভাবে আত্মপ্রকাশ হল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। চোখ ধাঁধানো আলোর রোশনাই। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো প্রবেশ করতেই, কয়েক গুন বেড়ে গেল সেই রোশনাই। আল নাসেরের জার্সি পরে মাঠে প্রবেশ করতেই দু-পাশে ফুলঝুরি। লেজার শো। সাংবাদিক সম্মেলনে অবশ্য় বোমা ফাটালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। গত কয়েক মাস ধরে তাঁর কাছ থেকে এমন অনেক কিছুই তো আসছে! কী বললেন সাংবাদিক সম্মেলনে? বিস্তারিত TV9Bangla-য়।

ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে দ্বিতীয় অধ্যায় ভালো কাটেনি রোনাল্ডোর। তাঁকে মূলত রিজার্ভ বেঞ্চেই কাটাতে হয়েছে। বিশ্বকাপের আগে ক্লাবের বিরুদ্ধে তোপ দাগেন। বিশ্বকাপের মাঝেই ম্য়াঞ্চেস্টার ইউনাইটেডের সঙ্গে বিচ্ছেদ হয় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। বিশ্বকাপের প্রথম ম্য়াচে গোল করলেও এরপর নিষ্প্রভ ছিলেন হতাশার বিশ্বকাপ শেষে ক্লাব ফুটবল ভবিষ্যৎ নিয়েও ধোঁয়াশা ছিল। রিয়াল মাদ্রিদের ট্রেনিং ক্যাম্পেও দেখা যায়। নানা সমালোচনা, বিদ্রুপ, আলোচনার পর অবশেষে রেকর্ড অর্থে আল নাসেরে সই করেন রোনাল্ডো। তাতেও কম বিদ্রুপ শুনতে হয়নি। দীর্ঘ দু-দশক ইউরোপের ক্লাবে খেলার পর এবার সৌদি আরবের ক্লাব আল নাসেরে। প্রথম সাংবাদিক সম্মেলনেই কার্যত বোমা ফাটালেন রোনাল্ডো। যাবতীয় সমালচোনা তুরি মেরে উড়িয়ে দিলেন।

ইউরোপের ক্লাবে সুযোগ না পেয়েই কি সৌদি আরবে? ফ্রি-কিকে গোলের ভঙ্গিতেই জবাব দিলেন, ‘ইউরোপ, ব্রাজিল, অস্ট্রেলিয়া, আরব আমিরশাহি, এমনকি আমার দেশ পর্তুগাল থেকেও নানা প্রস্তাব এসেছিল। তবে আমি সৌদি আরবের এই ক্লাবকে কথা দিয়েছিলাম।’ এরপরই রাজকীয় ভঙ্গিতে বললেন, ‘আমার চুক্তিটা ব্যতিক্রমী, কেন না, আমিই ব্যতিক্রমী।’

ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে প্রথম অধ্যায় শেষে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো যখন রিয়াল মাদ্রিদে সই করেন, সান্তিয়াগো বার্নাব্যুতে ৮০ হাজার সমর্থক উপস্থিত ছিলেন। আল নাসেরে খুব বেশি হলে ৩০ হাজার। খ্যাতির শীর্ষে থাকা যার পছন্দ, তার জন্য় এই সংখ্যা খুবই কম। তা নিয়ে চিন্তিত নন রোনাল্ডো। বলছেন, ‘ইউরোপে আমার কাজ শেষ। নতুন চ্যালেঞ্জের জন্য় আমি গর্বিত।’ মেডিক্যাল টেস্টের পর আল নাসেরের জার্সি পরে সাংবাদিক সম্মেলন রুমে প্রবেশ রোনাল্ডোর। বলছেন, ‘কে কী বলছে, পরোয়ো করি না। আমি এখানে গোল করতে এবং জিততে এসেছি। গত ১৫ বছরে আরবের ফুটবল অনেক বদলেছে। সৌদি আরব আর্জেন্টিনাকে হারিয়েছে। যারা কাতার বিশ্বকাপের চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে হারিয়েছে। এর থেকেই প্রমাণ হয় এখানকার ফুটবল কতটা উন্নতি করেছে।’

Next Article