AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ronaldo: মেসির ব্যালন ডি’ওর জেতার দিনে বিতর্কের মুখ রোনাল্ডো

মেসি সব মিলিয়ে সাতবার ব্যালন ডি'অর জিতলেন। রোনাল্ডো জিতেছেন পাঁচবার। সিআর সেভেন বলছেন, 'আমি বরাবর অন্যের কাছে উদাহরণ হতে চেয়েছি। যারা আমাকে দেখে পেশাদার ফুটবলার হতে চাইবে। ফুটবল ইতিহাসে যেন সোনার অক্ষরে লেখা থাকে আমার নাম। আর পেশাদার ফুটবলার হিসেবে আমার আপাতত লক্ষ্য, ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে ট্রফি জেতানো, সাফল্য দেওয়া।'

Ronaldo: মেসির ব্যালন ডি'ওর জেতার দিনে বিতর্কের মুখ রোনাল্ডো
ব্যালন ডি'অর অনুষ্ঠানে হাজির ছিলেন না রোনাল্ডো। সৌ: টুইটার
| Edited By: | Updated on: Nov 30, 2021 | 8:16 PM
Share

লন্ডন: একদিকে যখন ব্যালন ডি’ওরের (Ballon d’or) সপ্তম স্বর্গে লিও মেসি (Leo Messi), অন্যদিকে তখন বিতর্কের মুখ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। সাতবার ব্যালন ডি’ওর জিতে এক অনন্য রেকর্ড করে ফেলেছেন মেসি। আর্জেন্টেনিয়ান তারকাকে নিয়ে যখন সারা বিশ্ব ফুটবলে চলছে হইচই, তখন মহা চটেছেন সিআর সেভেন (CR7)।

ব্যালন ডিওঅরের চিফ পাস্কাল ফেরে ক’দিন আগে দাবি করেছিলেন, রোনাল্ডো নাকি তাঁকে বলেছেন, তিনি মেসির (Messi) থেকে বেশি ব্যালন ডি’ওর খেতাব জিতে অবসর নিতে চান। যা নিয়ে তর্ক, বিতর্ক, কটুক্তি, তীর্যক মন্তব্য সইতে হয়েছে রোনাল্ডোকে। এ বার তার পাল্টা দিলেন সিআর সেভেন। ইনস্টাগ্রামে এক দীর্ঘ পোস্টে ব্যাখ্যা করেছেন, যা তাঁর সম্পর্কে দাবি করা হয়েছে সবটাই ভুল। পাস্কাল আসলে মিথ্যে বলেছেন। তিনি এমন কথা পাস্কালকে কখনওই বলেননি।

রোনাল্ডো কথায়, ‘পাস্কাল ফেরের বিবৃতির ব্যাখ্যা দেওয়ার জন্যই এই পোস্ট। উনি বলেছেন, আমি নাকি ওঁকে বলেছি, মেসির থেকে বেশি ব্যালন ডি’ওর জিতে অবসর নেওয়াই আমার লক্ষ্য। মেসির থেকে বেশি গোল্ডেন বল যেন আমি জিততে পারি! আমার তো মনে হয়, প্রচার পাওয়ার জন্যই উনি আমার নাম ব্যবহার করেছেন। আমি তো ভেবে অবাক হয়ে যাচ্ছি, যে লোকটা এমন অসাধারণ পুরস্কার দিতে পারেন, তিনি এমন মিথ্যেও বলতে পারেন। শুধু তাই নয়, ফরাসি ফুটবল এবং ব্যালন ডি’ওরকে সম্মান করে যে লোকটা, তাকে এ ভাবে অসম্মান করতে পারেন।’

ব্যালন ডি’অর অনুষ্ঠানে হাজির ছিলেন না রোনাল্ডো। ওই বিতর্কে যে তিনি যেতে চাননি, সেটা তাঁর ইনস্টাগ্রাম পোস্ট থেকেই পরিষ্কার হয়ে গিয়েছে। যা নিয়ে রোনাল্ডো বলেছেন, ‘অনুষ্ঠানে আমার গরহাজির থাকা নিয়েও তিনি মিথ্যা বলেছেন। আমি নাকি কোয়ারান্টিনে থাকার জন্য অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারিনি। পুরোটাই ওঁর মনগড়া। ব্যালন ডি’ওর যেই জিতুক না কেন, আমি তাকে বরাবর সম্মান করি, অভিনন্দন জানাই। এই স্পোর্টসম্যান স্পিরিটটাকেই আমি কেরিয়ারের প্রথম থেকে গুরুত্ব দিয়ে আসছি। তার কারণ আমি কখনওই কারও বিরুদ্ধে নই। আর ক্লাবের হয়ে জাতীয় এবং আন্তর্জাতিক টুর্নামেন্ট জেতা আমার একমাত্র লক্ষ্য।’

মেসি সব মিলিয়ে সাতবার ব্যালন ডি’অর জিতলেন। রোনাল্ডো জিতেছেন পাঁচবার। সিআর সেভেন বলছেন, ‘আমি বরাবর অন্যের কাছে উদাহরণ হতে চেয়েছি। যারা আমাকে দেখে পেশাদার ফুটবলার হতে চাইবে। ফুটবল ইতিহাসে যেন সোনার অক্ষরে লেখা থাকে আমার নাম। আর পেশাদার ফুটবলার হিসেবে আমার আপাতত লক্ষ্য, ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে ট্রফি জেতানো, সাফল্য দেওয়া।’

আরও পড়ুন : Manchester United: ব়্যাঙ্গনিক অন্তর্বর্তীকালীন কোচ হওয়ার দিন কী বললেন রোনাল্ডো?