আলমানসিল: বিশ্ব ফুটবলে ফের নতুন রেকর্ড ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo)। প্রথম ফুটবলার হিসেবে জাতীয় দলের হয়ে ১০ম হ্যাটট্রিক করলেন তিনি। লুক্সেমবার্গের বিরুদ্ধে প্রাক বিশ্বকাপের ম্যাচে ৫-০ জিতল পর্তুগাল। যার তিনটে গোলই রোনাল্ডোর।
?? @Cristiano (115 goals)
?? Ali Daei (109)
?? Dahari (89)
?? Puskas (84)
?? Messi (80)? @Cristiano's 10th hat-trick for @selecaoportugal powers him on to 54 goals in his last 49 caps and further clear as the highest-scoring male in international football history ? pic.twitter.com/16rPrCQQ6V
— FIFA World Cup (@FIFAWorldCup) October 12, 2021
৮ মিনিটের মাথায় পেনাল্টি থেকে প্রথম গোল করেছিলেন রোনাল্ডো। পাঁচ মিনিট পরেই আবার দ্বিতীয় গোল তাঁর, পেনাল্টি থেকেই। ৮৭ মিনিটে হ্যাটট্রিক (hat trick) গোল করেন সিআর সেভেন (CR7)। অন্য দুটো গোল ব্রুনো ফের্নান্ডেজ ও জোয়াও পালহিনহার।
?? Cristiano Ronaldo ⚽️⚽️⚽️
0⃣8⃣ Champions League hat-tricks
1⃣0⃣ Trebles for Portugal#UCL pic.twitter.com/ycWClHiM4E— UEFA Champions League (@ChampionsLeague) October 13, 2021
৩৬ বছরেও ফিটনেসের তুঙ্গে রয়েছেন রোনাল্ডো। ১২ বছর পর আবার ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে (Manchester United) ফিরে গোলের পর গোল করে চলেছেন। রোনাল্ডো যেন সব রেকর্ড ভেঙে দেওয়ার জন্যই ম্যাচের পর ম্যাচ মাঠে নামছেন। দেশের জার্সিতেও দারুণ ফর্মে আছেন তিনি। কেরিয়ারে সব মিলিয়ে ৫৮টা হ্যাটট্রিক করলেন তিনি। ক্লাব কেরিয়ারে প্রথম হ্যাটট্রিক করেছিলেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়েই। তারপর রিয়াল মাদ্রিদের হয়ে করেছেন ৪৪টা হ্যাটট্রিক। জুভেন্তাসের হয়ে করেছেন আরও ৩টে হ্যাটট্রিক।
ম্যাচ জেতার পর রোনাল্ডো বলেছেন, ‘আরও একটা ম্যাচ জিতে লক্ষ্যের দিকে আরও একধাপ এগোলাম আমরা। সেই সঙ্গে আর একটা ঐতিহাসিক দিন আমাদের। ঘরের মাঠে দর্শকদের সামনে যখন খেলি, তখন সব কিছুই যেন সহজ হয়ে যায়। প্রতিটা ম্যাচে আরও আরও বেশি দেওয়াটাই আমার একমাত্র লক্ষ্য।’