তেহরান: ‘কহতে হ্যায় কিসি চিজ কো সিদ্দত সে চাহো, তো পুরি কায়নাত উসে তুমসে মিলানে কি কোশিশ মে লাগ জাতি হ্যায়’… এই সংলাপ বলিউড সুপারস্টার শাহরুখ খানের ‘ওম শান্তি ওম’ সিনেমার। তা যে মিলে মিশে একাকার হয়ে গিয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) এক ইরানি ভক্তর সঙ্গে। দীর্ঘ ৬ বছর অপেক্ষার পর, ইরানের (Iran) এক শিল্পীর রোনাল্ডোর সঙ্গে দেখা করার স্বপ্নপূরণ হয়েছে। পর্তুগালের সুপারস্টার রোনাল্ডোর ভক্ত সর্বত্র ছড়িয়ে রয়েছে। ফিরে যাওয়া যাক ২০১৭ সালে। সেই সময় রোনাল্ডো রিয়াল মাদ্রিদে খেলতেন। ইরানের এক শিল্পী তখন রোনাল্ডোর প্রতিকৃতি এঁকেছিলেন। সিআর সেভেনের প্রতিকৃতি তো অনেকেই বানান, কিন্তু ইরানের ওই শিল্পীর প্রতিকৃতির আলাদা বিশেষত্ব ছিল। কারণ, তিনি রোনাল্ডোর প্রতিকৃতি বানিয়েছিলেন পা দিয়ে। কারণ তিনি বিশেষভাবে সক্ষম। ওই প্রতিবন্ধী শিল্পীর নাম ফাতেমা হামামি। এ বার তাঁর দেখা হয়েছে রোনাল্ডোর সঙ্গে। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
ইরানের প্রতিবন্ধী শিল্পী ফাতেমা হামামির ইন্সটাগ্রামে ঢুঁ মারলে দেখা যাবে, তিনি ২০১৭ সালের ২৯ সেপ্টেম্বর প্রথম বার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর প্রতিকৃতি শেয়ার করেছিলেন। যে ছবি রীতিমতো ভাইরাল হয়েছিল। ফাতেমার ইচ্ছে ছিল এক বার তাঁর যেন রোনাল্ডোর সঙ্গে দেখা হয়। পরবর্তীতে তিনি রোনাল্ডোর আরও বেশ কয়েকটি প্রতিকৃতি বানিয়েছেন।
সদ্য ইরানে গিয়েছিলেন রোনাল্ডো। পার্সিপোলিস এফসির বিরুদ্ধে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলার জন্য আল নাসের টিমের সঙ্গে ইরানে গিয়েছিলেন রোনাল্ডো। এই ইরান সফরেই ফাতেমা হামামির সঙ্গে দেখা হয়েছে রোনাল্ডোর। সিআর সেভেনকে তাঁর আঁকা দুটি প্রতিকৃতি উপহার দেন ফাতেমা। সেই ভিডিয়োটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা গিয়েছে, রোনাল্ডো তাঁর ৭ নম্বরের আল নাসেরের জার্সি উপহার দিয়েছেন ফাতেমাকে। এই ভিডিয়োটি এখনও অবধি ১.২ মিলিয়ন ইন্সটাগ্রাম ব্যবহারকারী দেখেছেন।