Cristiano Ronaldo: ডবল সেঞ্চুরির ম্যাচে পর্তুগালের জয়ের নায়ক রোনাল্ডোই
Cristiano Ronaldo 200 Match for Portugal: চার ম্যাচে ১৪টি গোল করেছে পর্তুগাল। একটিও গোল খায়নি। তবে আইসল্যান্ডের বিরুদ্ধে মাত্র ১-০ ব্যবধানে জয় অস্বস্তিতে রাখতে পারে পর্তুগাল কোচ এবং ফুটবলারদের।

রিকজাভিক: কথা রাখলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এমনটা কি বলা যায়? ম্যাচের আগে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো জানিয়েছিলেন, দেশের হয়ে সর্বস্ব দেবেন। নিজের জায়গা ফ্রি-তে কাউকে দেবেন না। বয়স ৩৮ হলেও পর্তুগাল আক্রমণে এখনও যে তিনিই বড় ভরসা, আরও এক বার প্রমাণ করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কেরিয়ারের মাইলফলকের ম্যাচে রোনাল্ডোর গোল। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
ইউরো কাপের যোগ্যতা অর্জন পর্বে আইসল্যান্ডের বিরুদ্ধে নেমেছিল পর্তুগাল। ক্রিশ্চিয়ানো রোনাল্ডে দেশের হয়ে ২০০তম ম্যাচ খেললেন। দলের জয়ের ধরন অবশ্য স্বস্তিতে রাখবে না কোচ রবার্তো মার্টিনেজকে। ২০২৪ সালের ইউরো কাপের যোগ্যতা অর্জন পর্বে এই নিয়ে চতুর্থ ম্যাচ খেলল পর্তুগাল। চারটিতেই জয়। চার ম্যাচে ১৪টি গোল করেছে পর্তুগাল। একটিও গোল খায়নি। তবে আইসল্যান্ডের বিরুদ্ধে মাত্র ১-০ ব্যবধানে জয় অস্বস্তিতে রাখতে পারে পর্তুগাল কোচ এবং ফুটবলারদের। চারটির মধ্যে এটিই কোচ মার্টিনেজের হতাশাজনক পারফরম্যান্সের ম্যাচ হয়ে থাকতে পারে।
আগের তিন ম্যাচে ১৮টি গোল করা পর্তুগাল আক্রমণ ভাগ আইসল্যান্ডের রক্ষণ ভাঙতে হিমসিম খেল। ম্যাচের ১৭ মিনিটেই দারুণ সুযোগ পেয়েছিলেন পেপে। তবে তাঁর পাওয়ারফুল হেডার আটকে দেন আইসল্যান্ড গোলকিপার অ্যালেক্স রুনারসন। দ্বিতীয়ার্ধে আরও বেশি চাপ তৈরি করতে থাকে পর্তুগাল। তাতেও অবশ্য আইসল্যান্ড রক্ষণ ভাঙা যাচ্ছিল না। নির্ধারিত সময়ের ১০ মিনিট আগে দ্বিতীয় হলুদ তথা লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় আইসল্যান্ডের উইলিয়াম উইলিয়ামসনকে। ১০ জনের আইসল্যান্ড ব্যাপক চাপে পড়ে।
?? Honrar o caminho ??⚽️ Do início de tudo até hoje: Cristiano Ronaldo, o melhor de sempre! #VesteABandeira pic.twitter.com/YyMAfh54g0
— Portugal (@selecaoportugal) June 20, 2023
দেশের হয়ে ২০০তম মাইলফলকের ম্যাচ স্মরণীয় করে রাখলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। পর্তুগালের জয়ের নায়কও হয়ে উঠলেন। ম্যাচের ৮৯ মিনিটে গন্সালো ইনাসিওর বুদ্ধিদীপ্ত হেডার বক্সে রোনাল্ডোর সামনে। জালে বল জড়াতেই অফসাইডের পতাকা তোলেন সহকারী রেফারি। ভিএআর-এ দীর্ঘ সময় দেখার পর গোলের সিদ্ধান্ত রেফারির। শেষ মুহূর্তে দলের জয়সূচক গোল। ইউরো কাপের যোগ্যজা অর্জন পর্বে ৪ ম্যাচে পঞ্চম গোল করলেন রোনাল্ডো।





