
প্যারিস: ফুটবল দুনিয়ার অন্যতম সেরা সম্মান ব্যালন ডি’অর। লিওনেল মেসি সবথেকে বেশি বার এই পুরস্কার জিতেছেন। মোট সাত বার এই পুরস্কার জিতেছেন আর্জেন্টাইন তারকা। এর পরই রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এই পর্তুগ্রিজ তারকা ব্যালন ডি’অর জিতেছেন পাঁচ বার। মেসি যখন বার্সেলোনায় এবং রোনাল্ডো যখন রিয়েল মাদ্রিদে তখন ব্যালন ডি’অর জেতা নিয়ে ধুন্ধুমার প্রতিযোগিতা হত দুজনের মধ্যে। এ বছর মেসি, রোনাল্ডোর মধ্যে কেউই ব্যালন ডি’অর জেতার দৌড়ে ছিলেন না। করিম বেঞ্জেমা জিতেছেন ব্যালন ডি’অর। কিন্তু সম্প্রতি ব্যালন ডি’অরের লড়াইয়ে কে কটি ভোট পেয়েছেন সেই তালিকা সামনে এসেছে। সেখানে দেখা গিয়েছে, ব্যালন ডি’অর পাওয়ার দৌড়ে একটিও ভোট পাননি রোনাল্ডো। তালিকার ২০ নম্বর স্থানে রয়েছেন তিনি। এই ঘটনা অবাক করছে ফুটবলপ্রেমীদের। তাহলে কী রোনাল্ডো যুগ শেষ হয়ে গিয়েছে? ফুটবলপ্রেমীরা কী রোনাল্ডো ম্যাজিকে আর মজছেন না? ওই তালিকা সামনে আসার পর উঠছে এ সব প্রশ্ন।
রিয়েল মাদ্রিদ ছেড়ে ইটালির ক্লাব জুভেন্তাসে গিয়েছিলেন রোনাল্ডো। সেখান থেকে তিনি চলে আসেন তাঁর পুরনো ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে। কিন্তু ম্যাঞ্চেস্টারে এসেও নিজের স্বর্ণযুগ ফিরে পাননি পর্তুগ্রিজ তারকা। যদিও ৩৭ বছর বয়সি এই তারকা ফুটবলার ৩৮ ম্যাচে ২৪ গোল করেছেন রেড ডেভিলসদের হয়ে। কিন্তু ব্যালন ডি’অর জেতার ভোটিং তালিকায় কোনও ভোট না পাওয়ায় অবাক হয়েছেন তাঁর ভক্তরা।
ব্যালন ডি’অর পুরস্কারের জন্য ভোট দেন ফিফার ক্রমতালিকায় থাকা বিভিন্ন দেশের অধিনায়ক এবং এ বিশ্বের খ্যাতনাম ক্রীড়া সাংবাদিকরা। তাঁদের মধ্য়ে কেউ ভোট দিলেন না রোনাল্ডোকে! তাহলে কী রোনাল্ডোর খেলা প্রভাব ফেলছে না?
এ বছর রিয়েল মাদ্রিদ তারকা করিম বেঞ্জেমা ৫৪৯টি ভোট পেয়েছেন। দ্বিতীয় স্থানে থাকা সাদিও মানে পেয়েছেন ১৯৩টি ভোট। অর্থাৎ মানের থেকে ৩০০ ভোট বেশি পেয়েছেন বেঞ্জেমা। কিন্তু ব্যালন ডি’অরে জেতার ব্যবধানের নিরিখে রেকর্ড রয়েছে রোনাল্ডোর দখলে। ২০১৬ সালে মেসিকে ৪২৯ ভোটে হারিয়েছিলেন তিনি। সেই রোনাল্ডোর কপালে জুটল না একটিও ভোট। ব্যালন ডি’অরের যে তালিকা ছড়িয়ে পড়েছে তাতে দেখা গিয়েছে ১৯ জন ফুটবলার অন্তত একটি বা একটির বেশি ভোট পেয়েছেন। একটিও ভোট না পাওয়া রোনাল্ডোর ঠাঁই হয়েছে ২০ তম স্থানে।