Cristiano Ronaldo: পেনাল্টি ফিরিয়ে চমক রোনাল্ডোর, তাজ্জব ফুটবলবিশ্ব

CR7 Latest Update: কখনও মাঠে তাঁর আগ্রাসী রূপও দেখেছে ফুটবলবিশ্ব। তবে এ বার এসব নয়, বরং মহানুভবতার পরিচয় দিলেন সিআরসেভেন (CR7)। রেফারিকে পেনাল্টির সিদ্ধান্ত ফিরিয়ে নিতে বললেন তিনি। ভাইরাল হল সেই ভিডিয়ো। এ যেন অন্য সিআর সেভেনকে পেল ফুটবল দুনিয়া। কী পরিস্থিতিতে এই ঘটনা ঘটালেন রোনাল্ডো?

Cristiano Ronaldo: পেনাল্টি ফিরিয়ে চমক রোনাল্ডোর, তাজ্জব ফুটবলবিশ্ব
ক্রিশ্চয়ানো রোনাল্ডোImage Credit source: ছবি: X

| Edited By: অভিষেক সেনগুপ্ত

Nov 28, 2023 | 1:49 PM

নয়াদিল্লি: মহাতারকা, ভগবান কারও কাছে আবার তিনি অনুপ্রেরণা। তিনি আর কেউ নন পর্তুগাল তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। কখনও মাঠে তাঁর আগ্রাসী রূপও দেখেছে ফুটবলবিশ্ব। তবে এ বার এসব নয়, বরং মহানুভবতার পরিচয় দিলেন সিআর সেভেন (CR7)। রেফারিকে পেনাল্টির সিদ্ধান্ত ফিরিয়ে নিতে বললেন তিনি। ভাইরাল হল সেই ভিডিয়ো। এ যেন অন্য সিআর সেভেনকে পেল ফুটবল দুনিয়া। কী পরিস্থিতিতে এই ঘটনা ঘটালেন রোনাল্ডো? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

 

এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে পার্সেপোলিসের মুখোমুখি হয়েছিল আল নাসের। ম্যাচের দ্বিতীয় মিনিটে আল নাসেরর এক ফুটবলার মাঠের ডানদিক থেকে রোনাল্ডোকে পাস দেন। সেই সময় বক্সে ছিলেন সিআর সেভেন। বিপক্ষ ফুটবলারের সঙ্গে ট্যাকল করতে গেলে মাটিতে পড়ে যান। তা দেখে পেনাল্টির সিদ্ধান্ত নেন রেফারি। পার্সেপোলিসের তরফে রেফারির কাছে প্রতিবাদ জানালেও কোনও লাভ হয়নি। সবাই ভেবেছিল এই পেনাল্টি থেকে গোল করে ব্যবধান বাড়াবে আল নাসের।


কিন্তু তা হয়নি। রেফারির দিকে হাত নেড়ে পেনাল্টির সিদ্ধান্ত ফিরিয়ে নিতে বলেন তিনি। এবং জানিয়ে দেন তাঁকে কোনওভাবে আঘাত করা হয়নি। রোনাল্ডোর কথা শুনে ভার-এর সাহায্য নেন চীনা রেফারি। এই ঘটনায় তাজ্জব গোটা বিশ্ব। অতীতে পেনাল্টির সিদ্ধান্ত বাতিল হলে মেজাজ হারাতে দেখা গিয়েছে পর্তুগিজ সুপারস্টারকে। এ বারের ঘটনা যেন বদলে দিল সবটা। রোনাল্ডোর এই আচরণে মুগ্ধ ফুটবলপ্রেমীরা। রোনাল্ডোর সততাকে সাধুবাদ জানাচ্ছেন অনেকেই। সোশ্যাল মিডিয়ায় ব্যপক ভাইরাল হয়েছে এই মুহূর্তের ভিডিয়ো।