Cristiano Ronaldo: ‘১ হাজার গোল হয়তো হবে না’, বয়সই আটকে দেবে রোনাল্ডোকে?

রোনাল্ডোর ক্যাবিনেটে কোনও পুরস্কারই অধরা নেই। ব্যালন ডি'অর জিতেছেন। ৬বার ইউরো কাপে অংশ নিয়েছেন। ৪বার খেলেছেন বিশ্বকাপ। দেশের হয়ে ২১৬টা ম্য়াচ খেলে করেছেন ১৩৩টা গোল। আগামী ফেব্রুয়ারিতে ৪০ হবে তাঁর।

Cristiano Ronaldo: ১ হাজার গোল হয়তো হবে না, বয়সই আটকে দেবে রোনাল্ডোকে?
Cristiano Ronaldo: '১ হাজার গোল হয়তো হবে না', বয়সই আটকে দেবে রোনাল্ডোকে?Image Credit source: X

| Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Nov 13, 2024 | 5:25 PM

স্বপ্ন আছে। তা কি শেষ পর্যন্ত স্বপ্নই থেকে যাবে? কেরিয়ারে ১ হাজার গোলের আশ্চর্য রেকর্ড করতে চান ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ৯০৮ গোল করেও ফেলেছেন। আর ৯২ গোল করলেই লক্ষ্যপূরণ হবে তাঁর। কিন্তু সিআর সেভেন সেই আশা দেখছেন না। সদ্য পর্তুগাল ফুটবল ফেডারেশনের কুইনাস দে প্লাটিনা পেয়েছেন। ম্যাঞ্চেস্টার থেকে রিয়াল মাদ্রিদ দাপিয়ে বেড়িয়েছেন। সৌদি আরবে ফুটবলের জন্ম দিয়েছেন। ফুটবল বিশ্বের সর্বোচ্চ গোলদাতাও রোনাল্ডো (Cristiano Ronaldo)। সেই তিনিই নিজের আকাঙ্খা নিয়ে খুলেছেন মুখ।

রোনাল্ডোর কথায়, ‘আমি এখন মুহূর্তে বাঁচি। দূরের কথা ভাবার মতো অবস্থায় নেই। সবে ৯০০ গোল করেছি। আমি হয়তো প্রকাশ্যেই বলেছি যে, ১ হাজার গোল করতে চাই। কিন্তু বাস্তবের মাটিতে দাঁড়িয়ে মনে হচ্ছে সেই লক্ষ্যপূরণ করা সম্ভব নয়। আসল হচ্ছে, আমি কতটা উপভোগ করছি আমার মুহূর্তগুলো। সেটা করছি। বোঝার চেষ্টা করছি, আমার আরও ক’টা বছর হয়তো সঙ্গ দেবে। ১ হাজার গোল করতে পারাটা বিরাট ব্যাপার হবে। যদি করতে না পারি, তাতেও সমস্যা নেই। ফুটবল ইতিহাসের সবচেয়ে গোল করা ফুটবলার আমিই।’

রোনাল্ডোর ক্যাবিনেটে কোনও পুরস্কারই অধরা নেই। ব্যালন ডি’অর জিতেছেন। ৬বার ইউরো কাপে অংশ নিয়েছেন। ৪বার খেলেছেন বিশ্বকাপ। দেশের হয়ে ২১৬টা ম্য়াচ খেলে করেছেন ১৩৩টা গোল। আগামী ফেব্রুয়ারিতে ৪০ হবে তাঁর। রোনাল্ডো বলছেন, ‘১৮ বছর বয়সে প্রথমবার জাতীয় টিমে খেলি। ওখান থেকে শুরু। দেশের হয়ে ২৫টা, তারপর ৫০ ম্যাচ খেলেছি। যে কোনও প্লেয়ারের কাছে দেশের হয়ে ছোট-ছোট মাইলস্টোনগুলো গুরুত্বপূর্ণ হয়। যতই ট্রফি জিতি না কেন, আজও জাতীয় টিমের হয়ে খেলতে ভালো লাগে।’