Cristiano Ronaldo : রোনাল্ডোর একমাত্র গোলে আরব কাপের ফাইনালে আল নাসের

সেই ১৯৮২ সাল থেকে আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপ আয়োজিত হয়ে আসছে। ২০২৩ সালে পর্তুগিজ মহাতারকার সৌজন্যে প্রথম বার টুর্নামেন্টের ফাইনালে পা রাখল আল নাসের।

Cristiano Ronaldo : রোনাল্ডোর একমাত্র গোলে আরব কাপের ফাইনালে আল নাসের

| Edited By: তিথিমালা মাজী

Aug 10, 2023 | 10:20 AM

রিয়াধ : ৭৫ মিনিটে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) একমাত্র গোল। তাতেই আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপের ফাইনালের টিকিট জোগাড় করে ফেলল আল নাসের। ইরাকের ক্লাব আল শর্তার বিরুদ্ধে দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন সিআর৭। সেটিই ম্যাচের একমাত্র গোল। সেই ১৯৮২ সাল থেকে আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপ আয়োজিত হয়ে আসছে। ২০২৩ সালে পর্তুগিজ মহাতারকার সৌজন্যে প্রথম বার টুর্নামেন্টের ফাইনালে পা রাখল আল নাসের। ম্যাচের শেষদিকে ব্যবধান বাড়ানোর সুযোগ এসেছিল। তাতে সফল হননি রোনাল্ডো। তাতে আল নাসেরের ফাইনালে পা রাখতে সমস্যা হয়নি। শেষমেশ প্রিন্স সুলতান বিন আবদুল আজিজ স্টেডিয়ামে ১-০ ব্যবধানে কার্যসিদ্ধি হয় সৌদি আরবের ক্লাবটির। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

আরব কাপে আল নাসেরকে ফাইনালে তুলতে সবকটি ম্যাচেই গোল করলেন রোনাল্ডো। কোয়ার্টার ফাইনালের ম্যাচে জোড়া গোল করেছিলেন তিনি। বুধবার, আরব ক্লাব চ্যাম্পয়ন্স কাপের ফাইনালে আল শোর্তার বিরুদ্ধে গোল পেতে দীর্ঘ অপেক্ষা করতে হয়েছে আল নাসেরকে। অথচ ম্যাচের প্রথম থেকেই দাপট বজায় ছিল সৌদি আরবের ক্লাবটির। রোনাল্ডো, সাদিও মানেরা কখনও নিজেদের ভুলে, কখনও আবার ভাগ্যের ফেরে গোল পাচ্ছিলেন না। ৭৫ মিনিটে সেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোই উদ্ধার করলেন আল নাসেরকে। বক্সের ভেতর সাদিও মানে ফাউলের শিকার হন। ভার দেখে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। স্পট কিক থেকে গোল করেন রোনাল্ডো।

যে ফলাফলের কামনা করে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে বিপুল অর্থের বিনিময়ে দলে নিয়েছে আল নাসের, অবশেষে সেদিকেই এগোচ্ছে সৌদির ক্লাবটি। ইতিহাস গড়ে প্রথম বার আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপের ফাইনালে উঠেছে আল নাসের। এ বার ট্রফি জয়ের ইতিহাস গড়তে পারলে ষোলকলা পূর্ণ হবে। পর্তুগিজ মহাতারকার হাত ধরে টুর্নামেন্টের ৪১ বছরের ইতিহাসে নতুন অধ্যায় লেখার অপেক্ষায় সৌদির ক্লাবটি।