
রিয়াধ: ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) যে ফুরিয়ে যাননি, আরও একবার প্রমাণ করে দিলেন। সৌদি আরবের রিয়াধে বৃহস্পতি-রাত ছিল কার্যত রঙিন। লিওনেল মেসি (Lionel Messi) এবং প্যারিস সাঁজার বিরুদ্ধে রিয়াধ অলস্টারের ম্যাচে গোলের বন্যা বয়ে গিয়েছে। ৫-৪এ জিতেছে পিএসজি (PSG)। ৯ গোলের ম্যাচে মেসি যেমন কেন্দ্রে ছিলেন, তেমনই ছিলেন রোনাল্ডোও। পিএসজির বিরুদ্ধে সিআর সেভেন কিন্তু ঝলমলে পারফরম্যান্স করেছেন। যে কোনও বড় ম্যাচে বরাবর সেরাটাই দিতে দেখা গিয়েছে পর্তুগিজ তারকাকে। এই ম্যাচও তার ব্যতিক্রম হয়নি। আল নাসেরে গিয়েছেন ঠিকই, কিন্তু রোনাল্ডো ৩৭ বছর বয়সেও থেকে গিয়েছেন আগের মতোই ফিট, চনমনে, গোল স্কোরার। বিস্তারিত TV9Bangla-র এই প্রতিবেদনে।
পিএসজির বিরুদ্ধে রোনাল্ডো দুটো গোল করেছেন। তবে তার আগে প্রতিপক্ষ কিপার কায়লর নাভাস ঘুষি মারেন তাঁকে। চোখের নিচে কালসিটেও পড়ে গিয়েছে। তাতেও যে তাঁকে দমিয়ে রাখা যাবে না, প্রমাণ করে দিয়েছেন রোনাল্ডো। পেনাল্টো থেকে একটা গোল যেমন করেছেন, তেমনই করেছেন আর একটা গোলও। মেসি, কিলিয়ান এমবাপে, নেইমারদের তারকার পাশাপাশি রোনাল্ডোও ছিলেন সার্চলাইটে। বিশ্বের চার সেরা প্লেয়ারের এই ম্যাচ নিয়ে আরব দেশ তো বটেই, ফুটবল বিশ্বেরও তুমুল আগ্রহ ছিল। কিং ফাহাদ স্টেডিয়ামে ৬৯ হাজার সিট কানায় কানায় ভর্তি ছিল। ম্যাচের উত্তেজনা কিন্তু বহু গুণ বাড়িয়ে দিয়েছিলেন রোনাল্ডোর চিরকালীন প্রতিপক্ষ মেসি। ম্যাচের ৩ মিনিটের মাথায় তিনি গোল করেন। কাতার বিশ্বকাপ জেতার পর তিনিই এই প্রজন্মের অন্যতম সেরা ফুটবলার, তা নিয়ে আর কোনও প্রশ্ন নেই।
মেসির গোল থেকে পিএসজি ১-০ করার পর রোনাল্ডো তাঁর অলস্টার টিমকে খেলায় ফেরান। ৩৪ মিনিটে তাঁরই পেনাল্টি থেকে করা গোল থেকে ১-১ করে রিয়াধ অলস্টার। এরপরই আবার মারকুইনহোস পিএসজিকে এগিয়ে দেন। কিছুক্ষণ পরেই রোনাল্ডো আবার ২-২ করে দেন। এখনও আল নাসেরের হয়ে অভিষেক হয়নি তাঁর। রবিবার নতুন ক্লাবের হয়ে প্রথম ম্যাচ খেলবেন তিনি। তার আগেই রোনাল্ডো শো দেকল সৌদি আরবের ফুটবল। আর তাতে যে সিআর সেভেনকে ঘিরে আরও আচ্ছন্ন হবে ওই দেশের ফুটবল, সে সম্ভাবনা আর উস্কে দিলেন রোনাল্ডো।