Cristiano Ronaldo: হাফডজন গোলের থ্রিলার! রোনাল্ডোর ২, দুরন্ত জয় পর্তুগালের
Euro 2024 Qualifier: পর্তুগালের দাপুটে জয়ের দিন ইউরো কাপ-২০২৪ এর যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে জিতেছে ইংল্যান্ড ও ইতালিও।
লুক্সেমবার্গ: একেই হয়তো বলে বুড়ো হাড়ে ভেল্কি। ২০২৪ ইউরো কাপের যোগ্যতা অর্জন (Euro 2024 Qualifier) পর্বে পর্তুগালের (Portugal) হয়ে পর পর দু’টি ম্যাচের গোলের দেখা পেয়েছেন ৩৮-এর ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। দেশের জার্সিতে বর্তমানে দুরন্ত ছন্দে রয়েছেন পর্তুগিজ সুপারস্টার। ইউরো কাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে লুক্সেমবার্গের (Luxembourg) ঘরের মাঠে তাদের ৬-০ ব্যবধানে হারাল পর্তুগাল। জোড়া গোল করেছেন সিআর সেভেন। পর্তুগালের হয়ে বাকি ৪টি গোল করেছেন জোয়াও ফেলিক্স, বের্নান্ডো সিলভা, ওটাভিয়ো এবং রাফায়েল লিয়ো। পাশাপাশি ইউরো কাপের যোগ্যতা অর্জন পর্বে মাল্টাকে হারিয়েছে ইতালি। একইসঙ্গে ইংল্যান্ডের জয়রথ ছুটছে। বিস্তারিত জেনে নিন TV9Bangla-র এই প্রতিবেদনে।
ফিফা ব়্যাঙ্কিংয়ে পর্তুগাল ও লুক্সেমবার্গের বিরাট ব্যবধান রয়েছে। ৯ নম্বরে থাকা পর্তুগালের বিরুদ্ধে পুরো ম্যাচে কোনও প্রতিরোধই গড়তে পারেনি ৯২ নম্বরে থাকা লুক্সেমবার্গ। ম্যাচের ৯ মিনিটের মাথায় রোনাল্ডোর গোলে এগিয়ে যায় পর্তুগাল। সিআর সেভেনের প্রথম গোলের পর ব্যবধান বাড়ান জোয়াও ফেলিক্স। ১৮ মিনিটের মাথায় স্কোরলাইন ৩-০ করেন বের্নান্ডো সিলভা। এর পর ৩১ মিনিটে সিলভার পাস থেকে দ্বিতীয় বার বল জালে জড়ান রোনাল্ডো। ৪-০ ব্যবধানে প্রথমার্ধ শেষ হয়। দ্বিতীয়ার্ধে ৭৭ মিনিটে পর্তুগালের হয়ে পঞ্চম গোলটি করেন ওটাভিও। এখানেই শেষ নয়, পর্তুগালের হয়ে হাফডজন গোল পূর্ণ করেন রাফায়েল লিয়ো।
Apito final! ⏹️ Portugal faz uma grande exibição e soma a segunda vitória na qualificação para o Europeu! #VesteABandeira pic.twitter.com/yqsWTYO07q
— Portugal (@selecaoportugal) March 26, 2023
ইউরো কাপের যোগ্যতা অর্জন পর্বে পর পর দু’টো ম্যাচে জিতল পর্তুগাল। এর আগে ঘরের মাঠে লিচটেনস্টাইনের বিরুদ্ধে ৪-০ ব্যবধানে জিতেছিল পর্তুগাল। সেই ম্যাচেও জোড়া গোল করেছিলেন রোনাল্ডো। প্রতিপক্ষ বদলে চলেছে রোনাল্ডো খেলছেন রাজার মেজাজে। ইউরো কাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে লিচটেনস্টাইনের বিরুদ্ধে খেলার দিন নজির গড়েন সিআর সেভেন। জাতীয় দলের জার্সিতে ১৯৭তম ম্যাচ খেলছেন রোনাল্ডো। পুরুষদের ফুটবলে দেশের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার নজির গড়েছেন তিনি। এ বার দেশের হয়ে গোলের সংখ্যা বাড়িয়ে চলেছেন পর্তুগিজ সুপারস্টার। লুক্সেমবার্গের বিরুদ্ধে জোড়া গোলের পর রোনাল্ডো টুইটারে লিখেছেন, ‘২ ম্যাচ, ২ জয়! লক্ষপূরণ হচ্ছে। যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে অবদান রাখতে পেরে খুশি। চলো এগিয়ো যাই!’
2 jogos, 2 vitórias! Objetivo cumprido. Feliz por ter contribuído para este início muito positivo da nossa seleção. Vamos!???? pic.twitter.com/mLmlAVGFiU
— Cristiano Ronaldo (@Cristiano) March 26, 2023
পর্তুগালের জয়ের দিন মাল্টাকে ২-০ ব্যবধানে হারিয়েছে ইতালি। মাল্টার বিরুদ্ধে দু’টি গোল করেছেন মাতেও রেতেগুই এবং মাতেও পেসিনা। পাশাপাশি ইংল্যান্ডের জয় রথও ছুটছে। ২-০ গোলে ইংল্যান্ড হারিয়েছে ইউক্রেনকে। ইংল্যান্ডের হয়ে গোল করেছেন হ্যারি কেন এবং বুকায়ো সাকা। উল্লেখ্য, এর পর ১৮ জুন বসনিয়ার বিরুদ্ধে ম্যাচ রয়েছে পর্তুগালের।