রিয়াধ: হোক না প্রীতি ম্যাচ… তাতে কী? ৯০ মিনিটের মহারণে লড়াই হল সেয়ানে সেয়ানে। কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ ছিলেন। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ফুটবল প্রেমীরা এই ম্যাচের জন্য অপেক্ষায় ছিল। এতকিছু বলার পর, এটা নিশ্চয় পরিষ্কার যে কোন ম্যাচ নিয়ে কথা হচ্ছে। রিয়াধের কিং ফাওয়াদ স্টেডিয়ামে বৃহস্পতিবার রাতে প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছিল পিএসজি এবং সৌদি আরবের জনপ্রিয় ক্লাব আল নাসের ও আল হিলালের সম্মিলিত একাদশ দিয়ে তৈরি হওয়া সৌদি অল স্টার একাদশ। সেই ম্যাচের এখনও ২৪ ঘণ্টা কাটেনি। এই ম্যাচ নিয়ে আলোচনা শেষ হচ্ছে না। একটা লম্বা সময় ধরে আলোচনা চলবে এই ম্যাচ নিয়ে। এটা হওয়াটাই স্বাভাবিক। আবার কবে একসঙ্গে লিওনেল মেসি (Lionel Messi) ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে (Cristiano Ronaldo) মাঠে দেখা যাবে তা বলা বিস্তর কঠিন। ম্যাচের শেষে কী বললেন দুই চিরপ্রতিদ্বন্দ্বী? বিস্তারিত জেনে নিন TV9Bangla-র এই প্রতিবেদনে।
বিশ্ব ফুটবলের দুই চর্চিত মহাতারকা মাঠে থাকবেন, আর তাঁদের নিয়ে আলোচনা হবে না। সেটাও হয় নাকি। পিএসজি বনাম সৌদি অল স্টার ম্যাচ জুড়ে আকর্ষণের কেন্দ্রে ছিলেন লিও-সিআর সেভেন। মেসি-রোনাল্ডো দ্বৈরথ মানেই একরাশ আবেগ। দুই সুপারস্টারের ফ্যানেদের লড়াই। সব কিছুর ঊর্ধ্বে তাঁদের বন্ধুত্ব। দীর্ঘদিন পর একসঙ্গে এই ম্যাচে খেলায়, দু’জনই আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন। তাঁদের আবেগতাড়িত হওয়ার প্রমাণ পাওয়া গিয়েছে, ম্যাচের পর সোশ্যাল মিডিয়ায় তাঁদের প্রতিক্রিয়াতে। একদিকে ইনস্টাগ্রামে বন্ধু ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গে স্টোরি পোস্ট করলেন লিওনেল মেসি। অন্যদিকে টুইটারে দু’জনের ছবিও পোস্ট করেছেন রোনাল্ডো।
পিএসজি বনাম সৌদি অল স্টার একাদশের ম্যাচের ৪টি ছবি টুইটারে পোস্ট করেন। যার দুটিতে ছিল নিজের গোলের পর সিউউউ সেলিব্রেশনের ঝলক। একটি ছবিতে তিনি ও মেসি পাশাপাশি মাঠে দাঁড়িয়ে রয়েছেন। অপর ছবিটিতে তিনি ম্যাচের সেরার পুরস্কার নিচ্ছেন। এই টুইটের ক্যাপশনে রোনাল্ডো লেখেন, “মাঠে ফিরতে পেরে এবং গোল করতে পেরে খুব ভালো লাগছে। সেইসঙ্গে কয়েকজন পুরনো বন্ধুর সঙ্গে দেখা হওয়ায় ভালো লাগছে।”
So happy to be back on the pitch, and on the score sheet!! And nice to see some old friends!?? pic.twitter.com/qZqKGHsrVD
— Cristiano Ronaldo (@Cristiano) January 19, 2023
ইন্সটাগ্রামে মেসিও এই ম্যাচে জয়ের পর ছবি শেয়ার করেছেন। পাশাপাশি ইনস্টাগ্রাম স্টোরিতে রোনাল্ডো যখন তাঁকে জড়িয়ে ধরেছিলেন, সেই বিশেষ মুহূর্তের ভিডিয়োটি পোস্ট করেন। সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে সেই ভিডিয়ো।
RESPECT! ?
Lewat insta story nya, Lionel Messi mengupload video saat ia berpelukan dengan Cristiano Ronaldo.
Lewat postingan nya, Cristiano Ronaldo mengupload foto saat ia saling rangkul dengan Lionel Messi. pic.twitter.com/nfDdkBQtSo
— Fakta Bola ⚽ (@FaktaSepakbola) January 19, 2023
উল্লেখ্য, পিএসজি বনাম সৌদি অল স্টার একাদশের ম্যাচে মেসি-রোনাল্ডো দু’জনই গোল করেছেন। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো পিএসজির বিরুদ্ধে জোড়া গোল করেন। কিন্তু দলকে জেতাতে পারেননি। ৫-৪ ব্যবধানে শেষ অবধি জেতেন লিওনেল মেসিরা।