Manchester United: রোনাল্ডোর ফোকাস এখন ক্লাবে

TV9 Bangla Digital | Edited By: কৌস্তভ গঙ্গোপাধ্যায়

Nov 17, 2021 | 4:49 PM

ওয়াটফর্ডের বিরুদ্ধে ম্যাচের ফল অন্যরকম হলেই চাকরি যেতে পারে সোলসজায়েরের (Ole Gunner Solskjaer)। লিভারপুলের কাছে ০-৫ গোলে হার, ম্যাঞ্চেস্টার সিটির কাছে ০-২ গোলে হার। লিগ টেবিলেও অনেকটা পিছিয়ে পড়েছে রেড ডেভিলসরা। গত ট্রান্সফার উইন্ডোয় রোনাল্ডো, রাফায়েল ভারানে, জেডন স্যাঞ্চোদের দলে নেন সোলসজায়ের। কিন্তু দলের পারফরম্যান্সে কোনও উন্নতি হয়নি।

Manchester United: রোনাল্ডোর ফোকাস এখন ক্লাবে
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ছবি: টুইটার

Follow Us

ম্যাঞ্চেস্টার: প্রাক বিশ্বকাপের ম্যাচের পর এ বার ক্লাবে ফোকাস ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo)। বিশ্বকাপের বাছাই পর্বে সার্বিয়ার (Serbia) কাছে ২-১ গোলে হেরে বিশ্বকাপের সরাসরি ছাড়পত্র অর্জনে ব্যর্থ হয়েছে পর্তুগাল। প্লে অফে জিতেই কাতারের টিকিট নিশ্চিত করতে হবে রোনাল্ডোদের। তবে দেশের পারফরম্যান্স এখন অতীত। সামনের দিকে তাকিয়ে সিআর সেভেন। শনিবার ওয়াটফোর্ডের (Watford) বিরুদ্ধে ম্যাচ ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের (Manchester United)।

ক্লাবের ম্যাচে ফোকাস করার আগে বান্ধবী জর্জিনা রডরিগেজের (Georgina Rodriguez) সঙ্গে ইনস্টাগ্রামে ছবি পোস্ট রোনাল্ডোর। যেখানে দেশের ফুটবলপ্রেমীদের আশ্বস্ত করে রোনাল্ডো বলেন দেশকে ঠিক কাতার বিশ্বকাপে পৌঁছে দেবেন। তবে এখন তাঁর নজরে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড।

 

ওয়াটফোর্ডের বিরুদ্ধে ম্যাচের ফল অন্যরকম হলেই চাকরি যেতে পারে ওলে সোল্কজায়েরের (Ole Gunner Solskjaer)। লিভারপুলের কাছে ০-৫ গোলে হার, ম্যাঞ্চেস্টার সিটির কাছে ০-২ গোলে হার। লিগ টেবিলেও অনেকটা পিছিয়ে পড়েছে রেড ডেভিলসরা। গত ট্রান্সফার উইন্ডোয় রোনাল্ডো, রাফায়েল ভারানে, জেডন স্যাঞ্চোদের দলে নেন সোল্কজায়ের। কিন্তু দলের পারফরম্যান্সে কোনও উন্নতি হয়নি।

সোল্কজায়েরের ভাগ্য দোলাচলে থাকার মধ্যেই জিনেদিন জিদানের (Zinedine Zidane) নাম ক্রমশ জোরালো হচ্ছে। অনেক দিন ধরেই শোনা যাচ্ছে, ম্যান ইউয়ের কোচের দায়িত্বে আসতে পারেন জিদান। এমনকি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো নিজেও ঘনিষ্ঠমহলে জিদানকে কোচ হিসেবে চাওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন। ওয়াটফোর্ডের বিরুদ্ধে ম্যাচই যে সোল্কজায়েরের ডেডলাইন হতে চলেছে, তা আন্দাজ করাই যায়।

 

আরও পড়ুন: World Cup Qualifiers 2022: কাতারের টিকিট নিশ্চিত করে ফেললেন মেসিরা

Next Article