Cristiano Ronaldo: মেসির মতো বিশ্বকাপ রোনাল্ডোর? দুরন্ত সিআর সেভেনকে দেখে ভবিষ্যদ্বাণী ক্লিন্সমানের!

UEFA Nations League: জার্মানদের ২৫ বছর পর আন্তর্জাতিক ম্যাচে এল জয়। ২-১ জেতা ম্যাচে জয়সূচক গোল করলেন সিআর সেভেন। ফাইনালে ওঠার পর যুরগেন ক্লিন্সমানের মতো কিংবদন্তি ফুটবলার বলে দিয়েছেন, রোনাল্ডো কিন্তু আগামী বছরের বিশ্বকাপ জিততে পারেন।

Cristiano Ronaldo: মেসির মতো বিশ্বকাপ রোনাল্ডোর? দুরন্ত সিআর সেভেনকে দেখে ভবিষ্যদ্বাণী ক্লিন্সমানের!
Image Credit source: PTI

| Edited By: দীপঙ্কর ঘোষাল

Jun 05, 2025 | 2:28 PM

কলকাতা: তাঁর ঝুলিতে নেই, এমন জিনিস বিরল। অপ্রাপ্তি একটাই, বিশ্বকাপ। তাও কি আসতে পারে এ বার? যদি তা হয়, লিওনেল মেসিকে ছুঁয়ে ফেলবেন তিনি। বুধবার রাতে জার্মানির বিরুদ্ধে যা খেলেছেন ৪০ বছরের ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, তাতে অনেকেই স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছেন। ফুটবল কেরিয়ার জুড়ে যা কখনও পাননি, তাই পেয়ে গেলেন গত রাতে। জার্মানিকে নেশন্স লিগের সেমিফাইনালে হারাল পর্তুগাল। জার্মানদের ২৫ বছর পর আন্তর্জাতিক ম্যাচে এল জয়। ২-১ জেতা ম্যাচে জয়সূচক গোল করলেন সিআর সেভেন। ফাইনালে ওঠার পর যুরগেন ক্লিন্সমানের মতো কিংবদন্তি ফুটবলার বলে দিয়েছেন, রোনাল্ডো কিন্তু আগামী বছরের বিশ্বকাপ জিততে পারেন।

মূলস্রোতের ফুটবল থেকে সরেছেন। সৌদি লিগে খেলেন রোনাল্ডো। তাও যে কোনও প্রতিপক্ষের বিরুদ্ধে আজও জ্বলে ওঠেন। দেশের হয়ে ১৩৭তম গোল করে ফেললেন সিআর সেভেন। কেরিয়ারে ৯৩৭তম গোল। ক্লিন্সমানের কথায়, ‘৪০ বছর বয়সে রোনাল্ডো ফুটবলকে যা দিচ্ছেন, তা কিন্তু একটা ব্যতিক্রমী ব্যাপার। ওকে দেখে মনে হচ্ছে, ওর বয়সই বাড়েনি। দলের জন্য নিজেকে নিয়োজিত করে রেখেছে। ফিরে এল, সাহায্য করল, সতীর্থদের সঙ্গে সবসময় জুড়ে থাকে। রোনাল্ডো প্রকৃত অর্থে ক্যাপ্টেন। আর যখন ও খেলার মধ্যে থাকে, বিশ্বের অন্যতম সেরা ফিনিশার হয়ে ওঠে। যে কোনও মুহূর্তে তফাত গড়ে দিতে পারে।’

রোনাল্ডোতে এতটাই মুগ্ধ যে এখানেই থামেননি ক্লিন্সমান। বলেছেন, ‘রোনাল্ডো যে ভাবে খেলছে, টিমের প্লেয়ারদের পজিটিভ রাখছে, আমার তো মনে হয়, ও যে আগামী বছরের বিশ্বকাপটা খেলবে, তা নিয়ে কোনও সন্দেহ নেই। কাতারে আমরা দেখেছি, মেসি কেরিয়ারের অন্য পর্বে বিশ্বকাপ জিতেছে। রোনাল্ডোর ক্ষেত্রে কিন্তু এটা দেখা যেতে আগামী বিশ্বকাপে। পর্তুগাল টিমটা কিন্তু অসাধারণ।’