Cristiano Ronaldo: পর্তুগালের নতুন প্রজন্মে মুগ্ধ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Nov 16, 2022 | 3:11 AM

Qatar 2022: ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সময়ে বিশ্বকাপের মঞ্চে এখনও অবধি পর্তুগালের সেরা পারফরম্যান্স ২০০৬ সালের জার্মানি বিশ্বকাপে। সে বার সেমিফাইনালে উঠেছিল পর্তুগাল। গত বিশ্বকাপে শেষ ষোলোর পর্বেই বিদায় নিয়েছিল তারা। রোনাল্ডো বলছেন...

Cristiano Ronaldo: পর্তুগালের নতুন প্রজন্মে মুগ্ধ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
Image Credit source: twitter

Follow Us

দোহা : গত কয়েক দিন ধরেই বিশ্ব ফুটবলে আলোচনার কেন্দ্রে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। তবে কোনও নজির গড়ার কারণে নয়। কাতারে শুরু হচ্ছে বিশ্বকাপ। তার আগে ক্লাব ফুটবলে রোনাল্ডোকে নিয়ে তুলকালাম। বিশ্বকাপের জন্য ক্লাব ফুটবলে এখন বিরতি। তার আগে একটি বিস্ফোরক সাক্ষাৎকার দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। যেখানে ম্য়াঞ্চেস্টার ইউনাইটেড (Manchester United) কোচ এরিক টেন হ্যাগ এবং ক্লাব কর্তাদের বিরুদ্ধে নানা ক্ষোভ উগরে দিয়েছেন। এ মরসুমে তারকা রোনাল্ডোকে কার্যত রিজার্ভ বেঞ্চেই কাটাতে হয়েছে। খুব সামান্য ম্যাচেই খেলার সুযোগ পেয়েছেন। তাও পরিবর্ত হিসেবে। বিতর্ক ভুলে এ বার বিশ্বকাপে (Qatar World Cup 2022) ফোকাস করতে চাইছেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। নিজের এনএফটির প্রচারে একটি ভার্চুয়াল অনুষ্ঠানে অনেক কিছুই বলেছেন রোনাল্ডো। বিশ্বকাপ নিয়ে রোনাল্ডোর মানসিকতা, দল সম্পর্কে নানা মত, সবটাই তুলে ধরল TV9Bangla

কাতার বিশ্বকাপ প্রসঙ্গে রোনাল্ডো বলছেন, ‘এ বার আমাদের বিশ্বকাপ স্কোয়াড অভিজ্ঞতা এবং তারুণ্যের অনন্য মিশেলে গড়া। আমি আশাবাদী, সারা বিশ্বের কাছে আমরা তুলে ধরতে পারব, পর্তুগাল বিশ্বমঞ্চেও অনবদ্য কিছু করার ক্ষমতা রাখে।’ফুটবল যতই টিম গেম হোক। পর্তুগাল মানেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ম্যাচের রং বদলে দেওয়ার ক্ষমতা রাখেন। তবে ম্যাচের ফল নির্ভর করে বাকিদের পারফরম্যান্সের উপরও। রোনাল্ডোর ছায়ায় বেশিরভাগ ক্ষেত্রেই ঢাকা পড়ে যায় অন্যান্য়রা। এ বার শুধুই রোনাল্ডো নন। পর্তুগালের বিশ্বকাপ স্কোয়াডে রয়েছেন রাফায়েল লিয়াও, বার্নার্দো সিলভা, ব্রুনো ফার্নান্ডেজ, জোয়াও ফেলিক্সের মতো তারকাও। ক্লাব ফুটবলে অতি পরিচিত নাম। রোনাল্ডো বলছেন, ‘এই প্রজন্মের ফুটবলারদের দেখে আমি মুগ্ধ। এখনই হোক কিংবা অতীতে, যারাই পর্তুগালের জার্সিতে খেলেছে, এই স্তরে খেলার জন্য কঠিন পরিশ্রম করে উঠে এসেছে।’

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সময়ে বিশ্বকাপের মঞ্চে এখনও অবধি পর্তুগালের সেরা পারফরম্যান্স ২০০৬ সালের জার্মানি বিশ্বকাপে। সে বার সেমিফাইনালে উঠেছিল পর্তুগাল। গত বিশ্বকাপে শেষ ষোলোর পর্বেই বিদায় নিয়েছিল তারা। রোনাল্ডো বলছেন, ‘এ বারও আমরা জিততেই এসেছি। ব্যক্তিগত ভাবে বিশ্বাস করি, আমাদের দলের সেই ক্ষমতা রয়েছে। তবে সঙ্গে এটাও মনে রাখতে হবে, বিশ্বের সেরা দলগুলির বিরুদ্ধে লড়াই করতে হবে আমাদের। তাদেরও বিশ্বমানের ফুটবলার রয়েছে। সুতরাং, আমাদের ফোকাস ধরে রাখতে হবে।’

Next Article