
কলকাতা: ক্রিশ্চিয়ানো রোনাল্ডো মাঠে নামা মানেই মুগ্ধতা ছড়িয়ে দেন। ইউরো কাপ সফর শুরু করল পর্তুগাল। পর্তুগিজ সুপারস্টার নিজে গোল পাননি। কিন্তু চেক প্রজাতন্ত্রের বিরুদ্ধে ২-১ ব্যবধানে জিতেছে পর্তুগাল। সিআর সেভেন চেকিয়াদের বিরুদ্ধে এ বারের ইউরো কাপে পর্তুগালের (Portugal) প্রথম ম্যাচ খেলেই গড়েছেন এক রেকর্ড। কী সেই রেকর্ড? ৬টি ইউরো কাপ খেলা প্রথম ফুটবলার হলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। সিনিয়র রোনাল্ডো যে ফুটবল বিশ্বে মধ্যমণি, তা বলার অপেক্ষা রাখে না। পিছিয়ে নেই জুনিয়র রোনাল্ডোও। কয়েকদিন আগেই ছিল জুনিয়র রোনাল্ডোর জন্মদিন। বাবা এখন তাঁর থেকে দূরে। জাতীয় দলের ডিউটিতে ব্যস্ত। জুনিয়র অবশ্য সিনিয়র রোনাল্ডোকে জানিয়েছে, তাঁর এক বিশেষ ইচ্ছের কথা।
জুনিয়র রোনাল্ডোর বয়স ১৪। আর সিনিয়র রোনাল্ডোর বয়স ৩৯। বয়সকে তুড়ি মেরে এখনও চুটিয়ে ফুটবল খেলে চলেছেন সিআর সেভেন। এরই মাঝে সিনিয়র রোনাল্ডোর সঙ্গে খেলার ইচ্ছে প্রকাশ করেছে জুনিয়র রোনাল্ডো। পর্তুগিজ সুপারস্টার রোনাল্ডো আল নাসের ক্লাবের হয়ে খেলেন। তাঁর ছেলেও সেই পথেই পা বাড়িয়েছে। গত বছর অনূর্ধ্ব-১৩ আল নাসের টিমে সই করে রোনাল্ডোর ছেলে। সিআর সেভেনের মতো সে-ও ৭ নম্বর জার্সিই পরে।
Até ao fim, Portugal!!! pic.twitter.com/AdMo4Z16sH
— Cristiano Ronaldo (@Cristiano) June 18, 2024
রোনাল্ডো এক সময় বলেছিলেন, ‘আমার ছেলে আমাকে বলেছে যে, বাবা আরও কিছু বছর খেলা চালিয়ে যাও। আমি তোমার সঙ্গে খেলতে চাই।’ মহাতারকারা বয়সকে কোনও সমস্যা বলে মনে করেন না। রোনাল্ডো অবশ্য কতদিন খেলবেন, তা নিয়ে কিছু বলেননি। তবে রোনাল্ডো যে কেরিয়ারের শেষ লগ্নে দাঁড়িয়ে রয়েছেন, তা নিয়ে কোনও সন্দেহ নেই। আপাতত কেরিয়ারের শেষ ইউরো কাপ জেতাতেই ফোকাস করছেন সিআর সেভেন।