AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

EURO 2024: ২ মিনিটের প্রত্যাবর্তন, শেষ মুহূর্তের নাটক; টুর্নামেন্টে ‘টিকে রইল’ ক্রোয়েশিয়া

Croatia vs Albania: তারুণ্যে ভরপুর স্পেনের কাছে ৩ গোলে হার দিয়ে টুর্নামেন্ট শুরু হয়েছিল ক্রোয়েশিয়ার। গত কয়েকটি বড় টুর্নামেন্টে ক্রোয়েশিয়া ধারাবাহিক ভালো খেলছে। এ বার শুরুতেই হোঁচট খাওয়ায় চাপ বাড়ে। ৬টি গ্রুপ। প্রতি গ্রুপে চারটি দল। এর মধ্যে দুটি দল সরাসরি শেষ ষোলোয় জায়গা করে নেবে। বাকি চারটে স্পট ভরানো হবে বেস্ট থ্রি-থেকে।

EURO 2024: ২ মিনিটের প্রত্যাবর্তন, শেষ মুহূর্তের নাটক; টুর্নামেন্টে 'টিকে রইল' ক্রোয়েশিয়া
Image Credit source: PTI
Follow Us:
| Updated on: Jun 19, 2024 | 9:06 PM

পিছিয়ে পড়েও লিড। ইনজুরি টাইমে গোল হজম। আলবেনিয়ার সঙ্গে ২-২ ড্র লুকা মদ্রিচদের। হার দিয়ে এ বারের ইউরো কাপ শুরু হয়েছিল ক্রোয়েশিয়ার। টানা হারের আতঙ্ক নিয়েই যেন মাঠে নেমেছিলেন লুকা মদ্রিচরা। আলবেনিয়ার বিরুদ্ধে পিছিয়ে পড়ায় অস্বস্তি বাড়ে। ২ মিনিটের প্রত্যাবর্তনে তিন পয়েন্টের স্বপ্ন দেখছিল ক্রোয়েশিয়া শিবির। যদিও কোনওরকমে এক পয়েন্ট মিলল। ২ ম্যাচে মাত্র ১ পয়েন্ট। অঙ্কের বিচারে কোনওরকমে টিকে রইল ক্রোয়েশিয়া। স্পেন এবং ইতালির ম্যাচের দিকেও নজর রাখতে হবে।

তারুণ্যে ভরপুর স্পেনের কাছে ৩ গোলে হার দিয়ে টুর্নামেন্ট শুরু হয়েছিল ক্রোয়েশিয়ার। গত কয়েকটি বড় টুর্নামেন্টে ক্রোয়েশিয়া ধারাবাহিক ভালো খেলছে। এ বার শুরুতেই হোঁচট খাওয়ায় চাপ বাড়ে। ৬টি গ্রুপ। প্রতি গ্রুপে চারটি দল। এর মধ্যে দুটি দল সরাসরি শেষ ষোলোয় জায়গা করে নেবে। বাকি চারটে স্পট ভরানো হবে বেস্ট থ্রি-থেকে। ক্রোয়েশিয়ার সামনে এখন যেন সেই রাস্তাটুকুই রয়েছে।

প্রথম ম্যাচে ইতালির কাছে হারলেও পারফরম্যান্সে নজর কেড়েছিল আলবেনিয়া। এ দিন ক্রোয়েশিয়াকেও প্রবল চাপে ফেলে দেয়। ম্যাচের ১১ মিনিটে কাজিম লাচির গোলে এগিয়ে যায় আলবেনিয়া। অবশেষে ম্যাচের ৭৪ মিনিটে সমতা ফেরান ক্রামারিচ। ২ মিনিটের মধ্যেই জাসুলার আত্মঘাতী গোলে লিড নেয় ক্রোয়েশিয়া। তিন পয়েন্টের স্বপ্ন দেখছিলেন মদ্রিচরা। কিন্তু সেই লিড ধরে রাখতে ব্যর্থ। ১০ মিনিট ইনজুরি টাইম দেওয়া হয়েছিল। সেই ইনজুরি টাইমে গোল করে আলবেনিয়ার ১ পয়েন্ট নিশ্চিত করেন জাসুলাই। ২ পয়েন্ট হাতছাড়া। প্রবল চাপে ক্রোয়েশিয়া।