দোহা: সর্ষে ক্ষেতের মতো হলুদ গোটা এডুকেশন সিটি স্টেডিয়াম ওই মুহূর্তটার অপেক্ষাতেই ছিল। ১০৫ মিনিটে এল সেই কাঙ্খিত মুহূর্ত। সেলেকাওদের প্রাণভোমরা নেইমার জুনিয়র ক্রোয়েশিয়ার দুর্দান্ত গোলরক্ষককে পরাস্ত করে বল জড়ালেন বিপক্ষের জালে। নবমবারের জন্য বিশ্বকাপের শেষ চারে পা দিচ্ছে লাতিন আমেরিকার দেশটি, ধরেই নিয়েছিলেন আপামর ব্রাজিল সমর্থকরা। কিন্তু খেলা যে তখনও বাকি। দমে না গিয়ে সাত মিনিটের মধ্য়ে কামব্যাক ক্রোয়েশিয়ার। আশঙ্কার মেঘ ঘনাতে শুরু করেছিল তখনই। শেষ পর্যন্ত আশঙ্কাই সত্যি হল। সেলেকাওদের থমকে দিয়ে পেনাল্টি শুট-আউটে ৪-২ গোলে বাজিমাত ক্রোয়েশিয়ার। ব্রাজিলের সর্বোচ্চ গোলের রেকর্ডে পেলেকে ছুঁলেন নেইমার। কিন্তু গোলের নজিরের সেই রাত বেদনাতুর হয়ে রইল। কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিতে হল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। ইতিহাস বলছে ২০০২ সালের পর বিশ্বকাপে কোনও ইউরোপিয়ান দলের বিরুদ্ধে নকআউট ম্যাচে জয় পায়নি ব্রাজিল। এ বারও অক্ষত রইল সেই লজ্জার রেকর্ড। গত ২০ বছরের মতো এ বারও ‘হেক্সা মিশন’ অসমাপ্ত রেখে শূন্য হাতে বাড়ি ফিরবে সাম্বার দেশ।
শেষ ষোলোর ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ঝড়ের গতিতে উড়িয়ে দেওয়ার পর মনে হয়েছিল, পেলের দেশের ষষ্ঠ তারার খোঁজ বোধহয় এ বার শেষ হতে চলেছে। কোয়ার্টার ফাইনালের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া। লুকা মদ্রিচরা ম্যাচের প্রথম থেকেই বুঝিয়ে দেন, প্রতিপক্ষের জার্সিতে পাঁচটি তারা থাকলেও দমে যাওয়ার পাত্র নন তারা। দক্ষিণ কোরিয়াকে গোলের মালা পরানো ব্রাজিলের ভিনিশিয়াস জুনিয়র, নেইমাররা শত চেষ্টাতেও ৯০ মিনিটে গোল করতে পারেনি। ব্রাজিলের একের পর এক আক্রমণ প্রতিহত হয়ে এসেছে ক্রোয়েশিয়ার গোলরক্ষক ডমিনিক লিভাকোভিচে। দ্বিতীয়ার্ধে রড্রিগো, অ্যান্টনি, পেড্রিদের নামিয়েও গোলের মুখ খোলার পরিকল্পনা সফল হয়নি তিতের। নির্ধারিত সময়ে ম্যাচ ছিল গোলশূন্য। গোলের দীর্ঘ অপেক্ষা শেষ হয় অতিরিক্ত সময়ের ১১৬ মিনিটে। নেইমারের গোল সেলেকাওদের এগিয়ে দিলেও স্বস্তি স্থায়ী হয়নি বেশিক্ষণ। গোল শোধ করতে মরিয়া ক্রোয়েশিয়া নাটকীয়ভাবে সাফল্য পেয়ে যায় অতিরিক্ত সময়ের একেবারে শেষভাগে। সমতায় ফেরান পেতকোভিচ।
টাইব্রেকার মানেই আনন্দ-বেদনার মহাকাব্য। ১২০ মিনিটের লড়াই শেষ হয়ে যায় এক লহমায়। বিশ্বকাপের মঞ্চে পেনাল্টি শুট-আউটে ক্রোয়েশিয়ার দুর্দান্ত রেকর্ড রয়েছে। জাপানের বিরুদ্ধে নিজেদের রেকর্ডকে বজায় রেখেছিল তারা। অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাজিমাত করে গেল ক্রোয়েশিয়া। টাইব্রেকারে নেইমারের শট না নেওয়াটাই কি কাল হল? উত্তর খুঁজছেন ব্রাজিল সমর্থকরা।