ক্রোয়েশিয়া: কাতার বিশ্বকাপের (Qatar World Cup 2022) অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিলেন এই সুন্দরী। বিশ্বকাপ শেষ হয়ে গিয়েছে, কিন্তু তাঁকে নিয়ে উন্মাদনা যেন বিন্দুমাত্র কমেনি। কথা হচ্ছে, ক্রোয়েশিয়ান সুন্দরী মডেল ইভানা নলকে (Ivana Knoll) নিয়ে। লাস্যময়ী ইভানা বিশ্বকাপের সময় ছিলেন হটকেক। বিশ্বকাপ (FIFA World Cup) শেষ বলে, তাঁকে নিয়ে আলোচনা কমে যাবে তা কী করে হয়! দিন কয়েক আগেই শোনা গিয়েছিল, জনপ্রিয় কানাডিয়ান ব়্যাপার ড্রেক এক্সের সঙ্গে সম্পর্কে রয়েছেন তিনি। এ বার ফের খবরের শিরোনামে ক্রোট মডেল ইভানা। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, বিশ্বকাপ চলাকালীন ফুটবলারদের কাছ থেকে ‘বিশেষ বার্তা’ পেয়েছিলেন তিনি। বিস্তারিত জেনে নিন TV9Bangla-র এই প্রতিবেদনে।
সম্প্রতি বারস্টুল স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্রোয়েশিয়ান সুন্দরী ইভানা নল জানিয়েছেন, বিশ্বকাপ চলাকালীন একাধিক দেশের ফুটবলাররা তাঁকে মেসেজ করেছেন। ইভানার বিস্ফোরক মন্তব্য আলোড়ন ফেলেছে ঠিকই। কিন্তু ইভানা সেই সকল ফুটবলারদের নাম প্রকাশ্যে বলেননি।
ক্রোট সুন্দরী মডেল ইভানা বলেন, “হ্যাঁ! আমার মনে আছে যে কিছু ফুটবলার আমাকে মেসেজ করেছিল ‘কেমন আছো….’, কিছু ফুটবলার আবার ম্যাচের আগের দিন তার আগের ম্যাচের জন্য ক্ষমাও চেয়েছিল…. আমি যদিও তাঁরা হেরে যাওয়া পর্যন্ত উত্তর দিইনি!” একইসঙ্গে ইভানা জানান, তিনি কোনও ফুটবলারের সঙ্গে বা অন্যদের সঙ্গে বন্ধুত্ব করতে আগ্রহী নন। কারণ তিনি জানেন যে তারা কেবল তার আকর্ষণীয় শরীরের জন্যই তার সঙ্গে বন্ধুত্ব করতে চায়।
তিনি আরও বলেন, “আমি সবার সঙ্গে মজা করি। আমার ধারণা লোকেরা আমাকে পছন্দ করে কারণ আমি সুন্দর। আমি এখানে কারও সঙ্গে দেখা করতে আগ্রহী নই। আমার উদ্দেশ্য হল মানুষের মুখে হাসি ফোটানো। ব্যাস এটাই।”
উল্লেখ্য, বিশ্বকাপ চলাকালীন শুধু ফুটবলারদের থেকেই নয়, একাধিক ফ্যানেদের মেসেজে ইভানার মেসেজ বক্স ভরে গিয়েছিল। ২৬ বছরের ইভানার বিশ্বকাপের সময় হু হু করে বেড়েছিল ফলোয়ার্স সংখ্যাও। বর্তমানে ইভানার ইন্সটাগ্রাম ফলোয়ার্স সংখ্যা ৩.৬ মিলিয়ন।