FIFA U-17 Women’s World Cup: স্পেন সফরে সুইডেনের বিরুদ্ধে আজ প্রস্তুতি ম্যাচ অনূর্ধ্ব ১৭ মেয়েদের

Thomas Dennerby: বিশ্বকাপের প্রস্তুতিতে এই সফর খুবই গুরুত্বপূর্ণ ভারতের কাছে। শক্তিশালী দলের বিরুদ্ধে প্রীতি ম্যাচে ভালো ফল করতে পারলে বিশ্বকাপের জন্য আত্মবিশ্বাস পাবে মেয়েরা।

FIFA U-17 Women’s World Cup: স্পেন সফরে সুইডেনের বিরুদ্ধে আজ প্রস্তুতি ম্যাচ অনূর্ধ্ব ১৭ মেয়েদের
Image Credit source: AIFF

| Edited By: দীপঙ্কর ঘোষাল

Sep 26, 2022 | 3:36 PM

নয়াদিল্লি : এক মাস আগের ঘটনা। হঠাৎই অন্ধকার নেমে এসেছিল ভারতীয় ফুটবলে। তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কারণে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে নির্বাসিত করেছিল বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। সেই পরিস্থিতি ভারতে অনূর্ধ্ব ১৭ মেয়েদের (FIFA U-17 Women’s) বিশ্বকাপ আয়োজন নিয়েও বড় রকমের আশঙ্কা তৈরি হয়েছিল। ধীরে ধীরে পরিস্থিতি ঠিক হয়েছে। বিশ্বকাপের প্রস্তুতি নেওয়া মেয়েদের স্বস্তি ফিরেছে। অক্টোবরে তারা ঘরের মাঠে বিশ্বকাপ খেলতে পারবে। তাই প্রস্তুতিতে কোনও ফাঁক রাখতে নারাজ। দল নিয়ে স্পেনে গিয়েছেন ভারতীয় দলের কোচ থমাস ডেনার্বি (Thomas Dennerby)। স্পেনে আজ সুইডেনের (Sweden) বিরুদ্ধে ম্যাচ খেলবে অনূর্ধ্ব ১৭ মেয়েরা।

বিশ্বকাপের প্রস্তুতিতে এই সফর খুবই গুরুত্বপূর্ণ ভারতের কাছে। শক্তিশালী দলের বিরুদ্ধে প্রীতি ম্যাচে ভালো ফল করতে পারলে বিশ্বকাপের জন্য আত্মবিশ্বাস পাবে মেয়েরা। বিশ্বকাপের প্রস্তুতি সম্পর্কে কোচ থমাস ডেনার্বি বলছেন, ‘এখনও অবধি প্রস্তুতি নিয়ে খুশি। মেয়েদের জন্য আমি গর্বিত। গত মাস ছয়েক কঠিন পরিশ্রম করছে ওরা। আমার মনে হয়, একটা নতুন লেভেলে পৌঁছেছে ওরা।’

স্পেন সফরে বেশ কিছু ম্যাচ বিশ্বকাপের প্রস্তুতি ব্যাপক সাহায্য করবে বলেই মনে করেন ডেনার্বি। বলছেন, ‘এই ম্যাচগুলো খেলার সুযোগ পেয়ে আমি খুবই খুশি। স্পেনে প্রায় ১০ দিনের সফর। বেশ কিছু ম্যাচ খেলব। বিশ্বকাপের আগে শক্তিশালী দলের বিরুদ্ধে খেলা খুবই জরুরি। দলের বেশিরভাগ মেয়েরই বড় ম্যাচ খেলার অভিজ্ঞতা নেই। এই সফরটা সে কারণেই আরও অনেক বেশি গুরুত্বপূর্ণ।’

দলের মধ্যে কোন শক্তি-দূর্বলতা ধরা পড়েছে, সে প্রসঙ্গে ভারতের কোচ বলেন, ‘আমাদের দলের ফিটনেস লেভেল খুবই ভালো। সেটা নিয়ে কোনও সমস্যা হবে না। রক্ষণের দিক থেকে আমরা খুব ভালো জায়গায় রয়েছি। সুতরাং, আমাদের বিরুদ্ধে গোল করা সহজ নয়। তবে গোলের সুযোগ মিস করার ভুল শোধরাতে হবে। আগের তুলনায় আরও গতিশীল ফুটবলে নজর দিচ্ছি। আক্রমণের ধার কী ভাবে বাড়ানো যায়, সেই চেষ্টাই থাকবে।’

অনূর্ধ্ব ১৭ মেয়েদের ম্যাচ, ভারত বনাম সুইডেন, সন্ধ্যা ৭.৩০