AIFF: নাবালিকাকে যৌন হেনস্থা, জাতীয় ফুটবল দলের কোচের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

U17 Women's Football: ভারতীয় ক্রীড়ায় এ যেন আরও একটা কলঙ্কিত অধ্যায়। কিছু দিন আগেই জাতীয় স্তরের একটি মহিলা কবাডি খেলোয়াড় যৌন হেনস্থা এবং ব্ল্যাকমেলের অভিযোগ করেন তাঁরই কোচের বিরুদ্ধে।

AIFF: নাবালিকাকে যৌন হেনস্থা, জাতীয় ফুটবল দলের কোচের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
Image Credit source: AIFF
Follow Us:
| Edited By: | Updated on: Feb 11, 2023 | 9:30 PM

নয়াদিল্লি : যৌন হেনস্থার অভিযোগে এ বার ফুটবল কোচের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। অনূর্ধ্ব ১৭ মেয়েদের জাতীয় দলের কোচ ছিলেন তিনি। ভারতের প্রাক্তন কোচ অ্যালেক্স অ্যামব্রোসের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল দিল্লি কোর্ট। জামিন অযোগ্য ধারায় এই গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। দিল্লির দ্বারকা সেক্টর ২৩ থানায় অ্যালেক্সের বিরুদ্ধে শাস্তি এবং যৌন হেনস্থার এফআইআর দায়ের করা হয়েছিল। ভারতের অনূর্ধ্ব ১৭ মেয়েদের দলের সহকারি কোচকে বরখাস্ত করেছিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। তাঁর বিরুদ্ধে নানা অভিযোগ। বিস্তারিত TV9Bangla-য়।

গত বছর জুলাইতে নরওয়ে সফরে গিয়েছিল ভারতীয় অনূর্ধ্ব ১৯ মেয়েদের দল। সে সময়ই দলের নাবালিকা ফুটবলারকে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে সহকারি কোচ অ্য়ালেক্স অ্যামব্রোসের বিরুদ্ধে। সফরের মাঝপথেই তাঁকে ডেকে পাঠায় সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। সে সময়ই অ্যালেক্সকে বরখাস্ত করে এআইএফএফ। তাঁর বিরুদ্ধে পকসো আইনেও মামলা করা হয়। শুক্রবার অতিরিক্ত সেশন বিচারক গগনদীপ জিন্দল সিআরপিসি ৭০ ধারায় জামিন অযোগ্য় গ্রেফতারি পরোয়ানা জারি করেন। অ্যালেক্স গোয়ায় থাকেন। ২৫ ফেব্রুয়ারি ফের এই মামলার শুনানি হবে বলেও জানিয়েছে দিল্লির কোর্ট।

ভারতীয় ক্রীড়ায় এ যেন আরও একটা কলঙ্কিত অধ্যায়। কিছু দিন আগেই জাতীয় স্তরের একটি মহিলা কবাডি খেলোয়াড় যৌন হেনস্থা এবং ব্ল্যাকমেলের অভিযোগ করেন তাঁরই কোচের বিরুদ্ধে। অ্য়াকাডেমিতে থাকাকালীন তাঁর সঙ্গে বলপূর্বক যৌন সম্পর্ক গড়ে তোলেন কোচ, এমনটাই অভিযোগ ২৭ বছরের সেই কবাডি খেলোয়াড়ের। শুধু তাই নয়, সেই ঘনিষ্ঠ মুহূর্তের ছবিও তুলে রেখেছিলেন। সেই কবাডি খেলোয়াড়ের বিয়ে হওয়ায় তাঁর কাছে টাকা চাওয়া হচ্ছে এবং ঘনিষ্ঠ মুহূর্তের ছবি প্রকাশ্য়ে আনার হুমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন কবাডি খেলোয়াড়। এখানেই শেষ নয়। কিছু দিন আগেই ভারতীয় কুস্তি সংস্থার প্রধানের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগে ধর্নায় বসেছিলেন দেশের মহিলা কুস্তিগিররা। এ বার নাবালিকার বিরুদ্ধে যৌন নির্যাতনের ঘটনা।