Diego Maradona :আরও ঘনিয়ে উঠছে মারাদোনা মৃত্যু রহস্য

sushovan mukherjee

sushovan mukherjee |

Updated on: Jun 29, 2021 | 7:58 PM

মারাদোনার মৃত্যু ঘিরে নানা প্রশ্ন উঠতে শুরু করার পরই তা নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন তাঁর দুই ছেলে। সেই ভিত্তিতেই তদন্ত শুরু হয়। ২০ জন মেডিক্যাল এক্সপার্টের একটি টিম পুরো ব্যাপারটা খতিয়ে দেখছেন। কিংবদন্তি ফুটবলারের দায়িত্বে থাকা ডাক্তার ও নার্সদের সঙ্গে বারবার কথা বলার পর নানা চাঞ্চল্যকর অভিযোগ উঠে এসেছে।

Diego Maradona :আরও ঘনিয়ে উঠছে মারাদোনা মৃত্যু রহস্য

বুয়েনস আইরেস: দিয়েগো মারাদোনা মৃত্যু রহস্যে নয়া মোড়। অসুস্থ প্রাক্তন ফুটবলারের দায়িত্বে থাকা ডাক্তার লিওপোল্ড লিউকের বিরুদ্ধে চিকিত্‍সার গাফিলতির অভিযোগ উঠেছে। মারাদোনাকে বাঁচানো যেত, যদি নিজেদের দায়িত্ব ঠিকঠাক পালন করতেন চিকিত্‍সকরা। তদন্তে উঠে এসেছে, শেষ দিন নাকি দায়িত্বেই ছিলেন না লিউক।

সোমবার আদালতে হাজিরা দিয়েছেন লিউক। কিন্তু সেখানে তাঁর আইনজীবী জুলিও রিভাস বলেছেন, ‘লিউক এমন কিছু করেননি, যার জন্য ওঁকে অপরাধবোধে ভুগতে হবে। উনি মারাদোনার স্বাস্থ্য নিয়ে চিন্তিত ছিলেন সব সময়। যখনই মারাদোনার কোনও প্রয়োজনে ওঁর সঙ্গে যোগাযোগ করা হয়েছে, তিনি সাহায্য করেছেন। লিউক আসলে ওঁর পারিবারিক চিকিত্‍সক ছিলেন। হোম কেয়ারের দায়িত্বে ছিলেন না।’

মারাদোনার মৃত্যু ঘিরে নানা প্রশ্ন উঠতে শুরু করার পরই তা নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন তাঁর দুই ছেলে। সেই ভিত্তিতেই তদন্ত শুরু হয়। ২০ জন মেডিক্যাল এক্সপার্টের একটি টিম পুরো ব্যাপারটা খতিয়ে দেখছেন। কিংবদন্তি ফুটবলারের দায়িত্বে থাকা ডাক্তার ও নার্সদের সঙ্গে বারবার কথা বলার পর নানা চাঞ্চল্যকর অভিযোগ উঠে এসেছে।

চিকিত্‍সকদের দাবি, মারাদোনা মৃত্যুর আগের কয়েক দিন মানসিক অবসাদে ভুগছিলেন। কোয়ারান্টিনে থাকাটা মেনে নিতে পারছিলেন না অসুস্থ মারাদোনা। পরিবারের দিকেও উঠছে অভিযোগের আঙুল। বলা হচ্ছে, তাঁর বাড়িতে ডাক্তারি সরঞ্জামও ছিল না। যার ফলে চিকিত্‍সার ক্ষেত্রে অনেক সমস্যা হয়েছে। তবু ডাক্তারদের গাফিলতির অভিযোগ খণ্ডন করা যাচ্ছে না।

আরও পড়ুন:একটা ফাইনাল দিয়ে মূল্যায়ন করা যাবে না ভারতের, বলছেন উইলিয়ামস

Latest News Updates

Follow us on

Related Stories

Most Read Stories

Click on your DTH Provider to Add TV9 Bangla