AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

একটা ফাইনাল দিয়ে মূল্যায়ন করা যাবে না ভারতের, বলছেন উইলিয়ামসন

টেস্ট ফাইনাল বেস্ট অফ থ্রি হওয়া উচিত, দাবি তুলছিলেন অনেকেই। উইলিয়ামসন বলেছেন, 'সব মিলিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ একটা দুরন্ত টুর্নামেন্ট। কিন্তু একটা ফাইনালের মধ্যে দিয়ে একটা টিম কতটা ভালো, তা কোনও ভাবেই বোঝা সম্ভব নয়।'

একটা ফাইনাল দিয়ে মূল্যায়ন করা যাবে না ভারতের, বলছেন উইলিয়ামসন
| Updated on: Jun 29, 2021 | 5:33 PM
Share

লন্ডন: রবি শাস্ত্রী দাবি তুলেছিলেন প্রথম। বিশ্ব টেস্ট ফাইনালে হারের পর ভারতের অধিনায়ক বিরাট কোহলিও বলেছিলেন। এ বার তাঁদের কার্যত সমর্থন করলেন কেন উইলিয়ামসন। নিউজিল্যান্ডের ক্যাপ্টেনের স্পষ্ট মন্তব্য, একটা ফাইনাল দিয়ে কোনও একটা টিমের মূল্যায়ন করা কঠিন।

প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতেছে ইতিহাস তৈরি করেছেন নিউজিল্যান্ড। তিন ফর্ম্যাট ধরলে, এই প্রথম এত বড় সাফল্য পেলেন উইলিয়ামসন, রস টেলররা। কিন্তু টেস্ট ফাইনাল বেস্ট অফ থ্রি হওয়া উচিত, দাবি তুলছিলেন অনেকেই। উইলিয়ামসন বলেছেন, ‘সব মিলিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ একটা দুরন্ত টুর্নামেন্ট। কিন্তু একটা ফাইনালের মধ্যে দিয়ে একটা টিম কতটা ভালো, তা কোনও ভাবেই বোঝা সম্ভব নয়।’

ভারতকে সাউদাম্পটনে হারিয়ে বিশ্বের সেরা টেস্ট টিম হওয়ার পর দেশে ফিরে অভাবনীয় অভ্যর্থনা পেয়েছেন সাউদি, বোল্টরা। উইলিয়ামসন তার মধ্যেই বলছেন, ‘ভারত একটা অসাধারণ টিম। ওদের বিরুদ্ধে ফাইনাল ম্যাচ জিতে আমরা গর্বিত। তার মানে এই নয় যে, ভারত কতটা শক্তিশালী টিম, সেটা প্রমাণ হয়েছে। ওরা কোয়ালিটি টিম। ভারতের পেস বোলিং বিশ্বের সেরা। ব্যাটিং গভীরতাও রয়েছে। ওরা যে কতটা ভালো টিম, আমরা খুব ভালো করেই জানি।’

আরও পড়ুন:EURO 2020 : পেনাল্টি মিস করে ক্ষমা চাইলেন এমবাপে