বার্সেলোনাঃ বার্সেলোনার হয়ে সবথেকে বেশি ম্যাচ, ৭৭৮ টি। বার্সেলোনার হয়ে সব থেকে বেশি গোল, ৬৭২টি। বার্সেলোনার হয়ে ৩৪ টি ট্রফি জয়। এই কথাগুলো শুনলে পরিসংখ্যানের কচকচানি বলে মনে হতেই পারে। কিন্তু এগুলো সত্যি, সব সত্যি। আর তাইতো বিচ্ছেদের পরেও বার্সেলোনার পড়তে পড়তে থেকে যাবে লিওনেল মেসির নাম।
খেলাধুলোর দুনিয়ায় একটা কথা প্রায়ই শোনা যায়। রেকর্ড তৈরি হয় ভাঙার জন্য। কিন্তু এই রেকর্ড কি আদৌ ভাঙ্গা সম্ভব। একটা ক্লাবের হয়ে টানা ১৭ বছর একই দাপটে খেলা মুখের কথা নয়, সেটা আমি আপনি সবাই জানি। বর্তমানের অতি পেশাদার এবং সিস্টেম নির্ভর ফুটবলে টানা ১৭ বছর খেলাটাই যে স্বপ্নের পর্যায়।
কোন ফুটবলার যদি খেলেও ফেলেন, ৬৭২ টা গোল করতে পারবেন কি? বা৩৪ টা ট্রফি জয় ? কিংবা ছটা ব্যালেন ডি ওর? কথায় বলে কোনো কিছুই অসম্ভব নয়। তবে যতদিন না সেই অসম্ভব সম্ভব হচ্ছে, ততদিন মেসিকে বার্সেলোনা থেকে মুছে ফেলে কার সাধ্য। তাসে চুক্তি থাকুক আর না থাকুক। মেসি মানেই বার্সেলোনা। আর বার্সেলোনার ১০ নম্বর মানেই লিওনেল মেসি। কাগজ-কলমের হিসেবে নাম মুছে যেতে পারে। কিন্তু মেসি নামটা যে বার্সেলোনার হৃদয় লেখা। সে নাম রয়ে যাবে।