World Cup Qualifiers: তুরস্কের বিরুদ্ধে রোনাল্ডোদের ডু অর ডাই

TV9 Bangla Digital | Edited By: কৌস্তভ গঙ্গোপাধ্যায়

Mar 24, 2022 | 1:41 PM

হাড্ডাহাড্ডি ম্যাচে রক্ষণের দুই প্রধান ফুটবলারকে ছাড়াই নামতে হচ্ছে রোনাল্ডোদের। হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে ছিটকে আগেই গিয়েছেন রুবেন দিয়াজ। জাতীয় দলের জার্সিতে মাঠে নামার আগে কোভিড পজিটিভ পেপে। চিন্তায় ঘুম উড়েছে কোচ ফার্নান্দো স্যান্টিয়াগোর। শেষ বার ১৯৯৮ বিশ্বকাপের মূলপর্বে জায়গা করে নিতে ব্যর্থ হয়েছিল পর্তুগাল।

World Cup Qualifiers: তুরস্কের বিরুদ্ধে রোনাল্ডোদের ডু অর ডাই
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ছবি: টুইটার

Follow Us

পোর্তো: সময়টা ভালো যাচ্ছে না ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo)। ক্লাবের জার্সিতে চ্যাম্পিয়ন্স লিগ থেকে আগেই বিদায় নিয়েছে। প্রিমিয়ার লিগের দৌড়েও অনেক পিছনে রোনাল্ডোর ম্যাঞ্চেস্টার ইউনাইটেড (Manchester United)। দেশের জার্সিতেও একেবারে ভালো জায়গায় নেই রোনাল্ডোর পর্তুগাল (Portugal)। আজ রাতে মরণবাঁচন ম্যাচে নামছেন রোনাল্ডোরা। বিশ্বকাপের প্লে অফ ম্যাচে তুরস্কের সামনে পর্তুগাল। কাতার বিশ্বকাপের টিকিট পেতে এই ম্যাচ একপ্রকার সেমিফাইনাল রোনাল্ডোদের কাছে। বিশ্বকাপের অপর প্লে অফ ম্যাচে ইতালির সামনে নর্থ ম্যাসিডোনিয়া। আজ তুরস্ককে হারালেও নিস্তার নেই রোনাল্ডোর। পরের ম্যাচে ইতালি-নর্থ ম্যাসিডোনিয়ার মধ্যে বিজয়ী দলকে হারাতেই হবে। ওটাই ফাইনাল। তাহলেই মিলবে কাতার বিশ্বকাপের টিকিট। তুরস্ক বরাবরই জায়ান্ট কিলার। অতীতেও অনেক বড় দলকে হারিয়ে চমকে দিয়েছে হাকান সুকুরের দেশ।

 

হাড্ডাহাড্ডি ম্যাচে রক্ষণের দুই প্রধান ফুটবলারকে ছাড়াই নামতে হচ্ছে রোনাল্ডোদের। হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে ছিটকে আগেই গিয়েছেন রুবেন দিয়াজ। জাতীয় দলের জার্সিতে মাঠে নামার আগে কোভিড পজিটিভ পেপে। চিন্তায় ঘুম উড়েছে কোচ ফার্নান্দো স্যান্টিয়াগোর। শেষ বার ১৯৯৮ বিশ্বকাপের মূলপর্বে জায়গা করে নিতে ব্যর্থ হয়েছিল পর্তুগাল।

 

 

 

 

 

দিয়াজ আর কোভিডের অনুপস্থিতিতে দানিলো আর ফন্তেকে রক্ষণে সাজিয়েই দল গড়তে চলেছেন স্যান্টিয়াগো। তুরস্ককে হারাতে মরিয়া পর্তুগালের কোচও। তুরস্কের বিরুদ্ধে ম্যাচের আগে দলকে উজ্জীবিত করতে অনুশীলনে হাজির হয়েছিলেন পর্তুগালের ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট। রোনাল্ডোদের সমর্থনে গলা ফাটাতে ইতিমধ্যেই সমস্ত টিকিট শেষ হয়ে গিয়েছে। উত্তেজনায় ফুটছেন দিয়োগো জোটা, রোনাল্ডোরা। কেরিয়ারের সায়াহ্নে দাঁড়িয়ে দেশকে বিশ্বকাপে পৌঁছে দেওয়ার গুরুদায়িত্ব এখন সিআর সেভেনের কাঁধে।

 

পর্তুগালের সম্ভাব্য একাদশ: রুই প্যাত্রিসিও, দালোত, সোর্স, দানিলো, ওয়ারিয়র, বের্নার্দো সিলভা, ফার্নান্ডেজ, মোতিনহো, জোটা, হোয়াও ফেলিক্স, রোনাল্ডো।

 

 

আরও পড়ুন: Swiss Open: সুইস ওপেনের দ্বিতীয় রাউন্ডে সিন্ধু-সাইনা-শ্রীকান্ত

Next Article